TRENDING:

Technical Education: উচ্চ মাধ্যমিকের পর কারিগরী শিক্ষা! আটিআই-র ফিটার কোর্সে বাড়ছে কাজের সুযোগ

Last Updated:

Technical Education: : উচ্চ মাধ্যমিকের পর কারিগরী শিক্ষা! আটিআই-র ফিটার কোর্সে বাড়ছে কাজের সুযোগ। মাধ্যমিক পরীক্ষায় ইতিমধ্যে শেষ হয়েছে, আর কয়েকদিন পরেই শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর অনেক শিক্ষার্থীর কারিগরি শিক্ষার মাধ্যমে জীবন গড়তে চান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগণা: উচ্চ মাধ্যমিকের পর কারিগরী শিক্ষা! আটিআই-র ফিটার কোর্সে বাড়ছে কাজের সুযোগ। মাধ্যমিক পরীক্ষায় ইতিমধ্যে শেষ হয়েছে, আর কয়েকদিন পরেই শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর অনেক শিক্ষার্থীর কারিগরি শিক্ষার মাধ্যমে জীবন গড়তে চান। এরই মধ্যে অন্যতম হলো আইটিআই ফিটার কোর্স। অল্প সময়ে, খুব সহজে দক্ষতার সঙ্গে এই কোর্স করলে সরকারি ও বেসরকারি বিভিন্ন সেক্টরে ভালো কাজের সুযোগ থাকে। আইটিআই ফিটার কোর্সের মাধ্যমে কিভাবে ভর্তি হতে হয়, কোর্সের মাধ্যমে কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানালেন হিঙ্গলগঞ্জ আইটিআই কলেজের অধ্যক্ষ কৌশিক মন্ডল।
advertisement

আরও পড়ুনঃ বিয়েতে কোটি টাকা খরচ, প্রথমসারির প্রেগন্যান্ট নায়িকাকে মারতেন শাশুড়ি, বন্ধুদের সঙ্গে জোর করে সহবাসে পাঠাতেন স্বামী!

এই কোর্সে, প্রার্থীরা পাইপ ফিটিং, মেশিন ফিটিং এবং স্ট্রাকচার ফিটিং এর মতো ফিটিং সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। সহজ ভাষায় বলতে গেলে, যে টেকনিশিয়ান যন্ত্রপাতি, প্ল্যান্ট, মেশিন এবং অন্যান্য যান্ত্রিক পণ্য একত্রিত করেন বা ইনস্টল করেন তাকে ফিটার বলা হয়।

advertisement

আইটিআই ফিটার যোগ্যতার মানদণ্ড

আইটিআই ফিটার কোর্সটিতে ভর্তি হতে গেলে প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। যদি কোনো শিক্ষার্থী দ্বাদশ শ্রেণীর পরে এই কোর্সে যোগদান করতে চায়, তাহলে তাকে দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিষয় থাকতে হবে।

আরও পড়ুনঃ ‘পিন্টু কি পাপ্পি’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত হলেন উদিত নারায়ণ; ভক্তকে চুম্বনের বিতর্কিত সেই ভাইরাল ভিডিও নিয়ে নীরবতা ভাঙলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী

advertisement

আইটিআই ফিটার কোর্সটি বিভিন্ন ধরণের মেশিন সম্পর্কে জ্ঞান প্রদান করে। ফিটারের তাত্ত্বিক ধারণা, ব্যক্তিত্ব এবং দক্ষতা উন্নয়ন, ইঞ্জিনিয়ারিং অঙ্কন, দহ বিভিন্ন বিষয় কম্পিউটারের মূল বিষয়গুলি ফিটারের ব্যবহারিক দিক। সরকারি ও বেসরকারি খাতে আইটিআই ফিটারের কাজের চাহিদা অনেক বেশি। পাশাপাশি এই ক্ষেত্রে নিজস্ব ব্যবসা শুরু করার জন্যও প্রস্তুত থাকবেন। যেসব শিক্ষার্থীর মেশিন সম্পর্কে আগ্রহ, যারা মেশিনে কাজ করতে উপভোগ করে, তাদের এই কোর্সটি করা উচিত। এছাড়াও, অল্প সময়ের মধ্যে কম ফি দিয়ে প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে চান, যা তাদের একটি ভালো চাকরি এবং একটি ভালো ক্যারিয়ার দিতে পারে, তাদের জন্যও এটি একটি দুর্দান্ত কোর্স।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Technical Education: উচ্চ মাধ্যমিকের পর কারিগরী শিক্ষা! আটিআই-র ফিটার কোর্সে বাড়ছে কাজের সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল