স্থানীয় সূত্রে খবর, কংক্রিটের সানশেড ভেঙে চাপা পড়ে গুরুতর জখম হন এক শিশু ও এক মহিলা-সহ মোট পাঁচজন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত যাত্রাপুর গ্রামে। জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা উপেন মণ্ডলের বাড়িতে টিনের শেড মেরামতের কাজ করছিলেন সোনারুল সেখ নামে এক নির্মাণ শ্রমিক। সেই সময় ওই ঘরের সানশেডের নীচে বসে ছিলেন বাড়ির লোকজন। হঠাৎই সানশেড ভেঙে পড়লে বাড়ি মালিক উপেন মণ্ডল, তাঁর ছেলে ও নাতি এবং এক মহিলা, আত্মীয় এবং ওই নির্মাণ শ্রমিক-সহ মোট পাঁচ জন গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা।
advertisement
এমনিতেই শহর ও শহরতলির বহু আবাসন কিংবা পুরনো বহুতলের নীচে লেখা থাকে বিপজ্জনক বাড়ি। সাবধান করার পরেও সতর্কতায় গাফিলতি থেকেই যাচ্ছে। ঘটনায় পাঁচজন জখম হওয়ার পরে আতঙ্ক বেড়েছে আরও।
