IMD Weather Alert: আগামী ২৪ ঘণ্টায়...! ধেয়ে আসছে! আবহাওয়ার চরম রদবদল, ৯ রাজ্যে ভারী বৃষ্টি, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার হুঁশিয়ারি, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Weather Alert: দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা।
advertisement
1/10

দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবার ঘোরতর সম্ভাবনা। মৎস্যজীবী ও পর্যটকদের জন্য এল আইএমডির নতুন সতর্কবার্তা। নতুন এই সিস্টেমের উপর নজর রাখছেন আবহাওয়া বিজ্ঞানীরা। যার জেরে আবহাওয়ার বড় ভোলবদল সম্ভাবনা।
advertisement
2/10
একের পর এক নিম্নচাপ বঙ্গোপসাগরে! এরইমধ্যে শক্তি হারাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ। এই নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার পরে দক্ষিণ-পূর্ব আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে যাবে বলে আশঙ্কা। আরব সাগরেই এই সিস্টেম শক্তিশালী হবে। তবে এর ল্যান্ডফলের সম্ভাবনা আপাতত কম।
advertisement
3/10
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা।
advertisement
4/10
পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি আরও শক্তিশালী হবে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। এই সিস্টেমের ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা কতটা? এর উপর নজর রাখছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
advertisement
5/10
ভিন রাজ্যের আবহাওয়া :ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস অন্ধপ্রদেশ এবং কর্ণাটকের কিছু অংশে।ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরল, মাহে, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকাল সংলগ্ন এলাকায়।
advertisement
6/10
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে ওড়িশা, কর্ণাটক, কেরল, মাহে ও লাক্ষাদ্বীপে।
advertisement
7/10
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকাল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে।
advertisement
8/10
কেরল, কর্ণাটক ও সংলগ্ন উপকূলে ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ৫৫ কিলোমিটার হতে পারে। এছাড়াও লাক্ষাদ্বীপ, মালদ্বীপ, কোমরিন এলাকাতেও সমুদ্র উত্তাল থাকবে এবং ৫০ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আন্দামান সাগরেও ঝোড়ো বাতাস সমুদ্র উত্তাল থাকবে।
advertisement
9/10
তামিলনাড়ু, পন্ডিচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে সমুদ্র উত্তাল হবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৫৫ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে বলে জানাচ্ছে পূর্বাভাস।
advertisement
10/10
বাংলার আবহাওয়া: ছট পুজোতে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় আজ, শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলের দু-এক জেলায় হালকা বৃষ্টির আশঙ্কা সপ্তাহান্তে। বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহে। আপাতত দক্ষিণবঙ্গের বাকি জেলায় রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা।