Udit Narayan: ‘পিন্টু কি পাপ্পি’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত হলেন উদিত নারায়ণ; ভক্তকে চুম্বনের বিতর্কিত সেই ভাইরাল ভিডিও নিয়ে নীরবতা ভাঙলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী

Last Updated:

আসন্ন ছবি ‘পিন্টু কি পাপ্পি’-র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ৬৯ বছর বয়সী এই জনপ্রিয় গায়ক। তখনই এক বিরল মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। 

উদিত নারায়ণ
উদিত নারায়ণ
কনসার্টে গান গাইতে গাইতেই মহিলা ভক্তকে চুমু খেয়েছিলেন বর্ষীয়ান গায়ক উদিত নারায়ণ। সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল। আর তা নিয়ে কম জলঘোলাও হয়নি। এবার অবশেষে সেই বিতর্কিত ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন খোদ উদিত নারায়ণই। আসলে নিজের আসন্ন ছবি ‘পিন্টু কি পাপ্পি’-র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ৬৯ বছর বয়সী এই জনপ্রিয় গায়ক। তখনই এক বিরল মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে।
আরও পড়ুনঃ বিয়েতে কোটি টাকা খরচ, প্রথমসারির প্রেগন্যান্ট নায়িকাকে মারতেন শাশুড়ি, বন্ধুদের সঙ্গে জোর করে সহবাসে পাঠাতেন স্বামী!
ট্রেলার মুক্তির ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন স্বনামধন্য কোরিওগ্রাফার গণেশ আচার্যও। আসলে ছবির শিরোনাম নিয়েই মন্তব্য করে বসেছেন উদিত নারায়ণ। তিনি বলেন যে, “আপনাদের ছবির শিরোনামটা খুবই সুন্দর, ‘পিন্টু কি পাপ্পি’’। আর সেটা উদিত কি পাপ্পি তো নয়, তা-ই না?”
advertisement
বিতর্কের সময় নিয়ে উদিত নারায়ণ আরও মন্তব্য করেন যে, “এটা একটা কাকতালীয় ব্যাপার যে, এই মিউজিক এখন মুক্তি পাচ্ছে। আর ওই ভিডিও, যেটা ভাইরাল হয়েছে, সেটা আসলে অস্ট্রেলিয়ার আর তা বছর দু’য়েকের পুরনো।”
advertisement
আসলে নিজের চিরাচরিত ভঙ্গিতে মঞ্চে লাইভ পারফরম্যান্স দিচ্ছিলেন উদিত নারায়ণ। ‘টিপ টিপ বরসা পানি’ গান গেয়ে অনুষ্ঠান মাতিয়ে দিয়েছিলেন তিনি। এরই মাঝে আচমকা তাঁর সঙ্গে ছবি তুলতে আসা এক মহিলা ভক্তের গালে চুমু খেয়ে বসেন গায়ক। এখানেই শেষ নয়, এরপর আর এক মহিলার রীতিমতো ঠোঁটে ঠোঁট ছুঁয়ে চুম্বন করতে দেখা যায় তাঁকে। ঘটনার অভিঘাতে তাজ্জব বনে গিয়েছিলেন সেই মহিলা ভক্তও। আর সেই ফুটেজ ভাইরাল হওয়ার পরেই অনলাইনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তারকা সঙ্গীতশিল্পীর এহেন আচরণের কড়া নিন্দা করতে শুরু করেন অনেকেই।
advertisement
হিন্দুস্তান টাইমস-এর এক সাক্ষাৎকারে নিজেকে আড়াল করার চেষ্টা করেছেন উদিত নারায়ণ। বলেন, “ভক্তদের কী উন্মাদনা, তা-ই না? আমরা এমন না। আমরা আসলে খুবই ভদ্র প্রকৃতির মানুষ। কিছু মানুষ এটাকে উৎসাহ দেন এবং এর মাধ্যমে নিজের ভালবাসা প্রকাশ করেন। তাহলে এই বিষয়টিকে অতিরিক্ত মাত্রায় কেন নিয়ে যাওয়া হচ্ছে? ওই ভিড়ে প্রচুর মানুষ থাকেন আর আমাদের দেহরক্ষীরাও উপস্থিত থাকেন। কিন্তু ভক্তরা আমাদের সঙ্গে দেখা করার সুযোগ তান। তাই কেউ করমর্দনের জন্য নিজের হাত বাড়িয়ে দেন আবার কেউ কেউ হাতে চুম্বনও চান। এটা পুরোটাই একটা উন্মাদনা। আর কারও খুব একটা বেশি নজর দেওয়ার প্রয়োজন নেই।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Udit Narayan: ‘পিন্টু কি পাপ্পি’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত হলেন উদিত নারায়ণ; ভক্তকে চুম্বনের বিতর্কিত সেই ভাইরাল ভিডিও নিয়ে নীরবতা ভাঙলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement