Medical Treatment: চিকিৎসা বিজ্ঞানে বড় পদক্ষেপ! রাজ্যে প্রথম সরকারি হাসপাতালে বসছে রোবট
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Medical Treatment: রাজ্যে প্রথম সরকারি হাসপাতালে বসতে চলেছে রোবট। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে প্রথম রোবোটিক সার্জারির রোবট বসতে চলেছে এস এস কে এম হাসপাতালে। পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের কোনও এইমস-এ নেই এই রোবট।
কলকাতাঃ রাজ্যে প্রথম সরকারি হাসপাতালে বসতে চলেছে রোবট। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে প্রথম রোবোটিক সার্জারির রোবট বসতে চলেছে এস এস কে এম হাসপাতালে। পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের কোনও এইমস-এ নেই এই রোবট।
আরও পড়ুনঃ বিয়েতে কোটি টাকা খরচ, প্রথমসারির প্রেগন্যান্ট নায়িকাকে মারতেন শাশুড়ি, বন্ধুদের সঙ্গে জোর করে সহবাসে পাঠাতেন স্বামী!
কেমব্রিজ মেডিক্যাল রিসার্চ নামে ব্রিটেনের কোম্পানির রোবট দ্রুত বসতে চলেছে এসএসকেএম হাসপাতালে। দরপত্র হয়ে গিয়েছে। অর্ডারও পাস হয়ে গিয়েছে। ৫ কোটি ৭৫ লাখ প্লাস ট্যাক্স এই রোবটের দাম। মোট দাম পড়ছে ৬ কোটি ৪৪ লাখ টাকা।
advertisement
আরও পড়ুনঃ খুব সাবধান, প্রবল বিষাক্ত! গরম পড়লেই আশেপাশে কিলবিল করে এইসব সাপ সুযোগ পেলেই ঘরে ঢুকে আসে
ইউরোলজি, শল্য, হৃদরোগ, গ্যাস্ট্রোএন্টেরোলজি, স্ত্রী রোগ, বক্ষ রোগ, কিডনি এবং হেড অ্যান্ড নেক, স্তন, কোলন-ক্যানসারের জটিল অস্ত্রোপচারে রোবোটিক সার্জারির প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে।বেসরকারি হাসপাতালগুলোতে রোবটিক সার্জারিতে লাখ লাখ টাকা খরচ। এস এস কে হাসপাতালে সেই অপারেশন হবে সম্পূর্ণ বিনামূল্যে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 11, 2025 6:22 PM IST










