জানা গিয়েছে, যে ভিডিওতে বীরভূমের ময়ুরেশ্বরের এক চাকরিপ্রার্থীকে শোনা যাচ্ছে জীবনকৃষ্ণের কাছে ৪ লাখের মধ্যে দু’লক্ষ টাকা চাইতে এবং জীবনকৃষ্ণ রীতিমতো সেই চাকরিপ্রার্থীকে নিজের বাড়ি সার্চ করার কথা বলছে শুধু তাই নয় তৃনমূল বিধায়ককে এও বলতে শোনা যাচ্ছে যে, ‘‘যখন খবর দেব তখন এস টাকা ফেরত দেব।’’
advertisement
এও জানা গিয়েছে, একজন বারবার করে টাকা ফেরতের আর্জি জানাচ্ছেন। আরেকজন সম্পূর্ণ নির্বিকার। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরের ভিতর সোফার মধ্যে বসে রয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। উল্টোদিকের ব্যক্তি সমানে তাঁর কাছে টাকা ফেরতের অনুরোধ করে যাচ্ছেন।
তাঁদের মধ্যে কথোপকথন অনেকটা এরকম-
কণ্ঠ: ‘‘দাদা আপনি বললেন, চার লক্ষের মধ্যে ২ লাখ দেব। আপনি বললেন। আমি বললাম, শরীর খারাপ কবে থেকে আপনাকে বলছি। ২ লক্ষ টাকা দিন। ৪ লাখের মধ্যে ২ লাখ দিন অন্তত।’’
যাঁর বিরুদ্ধে চাকরি বিক্রির নামে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছে… সেই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বারবার বলে চলেছেন ‘‘টাকা কোথায় পাব?’’
ইডির সুত্রের দাবি, শিক্ষকতার চাকরি দেওয়ার নাম করে বহু লোকের থেকে টাকা নিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। একেক জনের থেকে একেক রকম অঙ্ক। গত সোমবার তাকে গ্রেফতার করে ইডি। এখন বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।