সিবিআইয়ের চাঞ্চল্যকর দাবি, নথি থেকে মিলেছে কোন পদে চাকরি জন্য কত টাকা নিয়েছেন জীবন সাহা। জানা গিয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য মাথা পিছু দর ধার্য ছিল ২০-২২ লক্ষ টাকা। নবম ও দশম শ্রেণির জন্য মাথা পিছু নেওয়া হয়েছে ১৫-১৭ লক্ষ টাকা। শুধু তাই নয়, গ্রুপ সি ও গ্রুপ ডি-র ক্ষেত্রে দর ছিল ১০ ও ৮ লক্ষ টাকা। প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য দর ছিল ১০-১২ লক্ষ টাকা।
advertisement
আরও পড়ুন: পার্থর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, জীবনের 'আসল' রহস্যের খোঁজ পেল সিবিআই!
সিবিআই সূত্রে দাবি, ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত টাকার বিনিময়ে চাকরি বিক্রিতে জড়িত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এমনিতেই বাড়ির পুকুরে মোবাইল ফেলে দিয়ে নিজের বিপদ বাড়িয়েছেন বিধায়ক। তল্লাশির সময়ে মোবাইলটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে জলে ফেলে দেওয়ায় তাঁর বিরুদ্ধে প্রমাণ লোপাটের চেষ্টা অভিযোগ আনবেন তদন্তকারীরা।
আরও পড়ুন: ক্যাফেতে নিজের রক্ত দিয়ে ককটেল বানানোর সময় হাতেনাতে ধরা পড়লেন তরুণী, মারাত্মক কাণ্ড!
এবার তারই সঙ্গে বাড়ি থেকে উদ্ধার হওয়া নথিতে রাজ্যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরাট লেনদেনের হদিশ মিলেছে। বাড়ি থেকে উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা একটি বিষয়ে নিশ্চিত, নিয়োগ দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত জীবনকৃষ্ণ। কেন তাঁর বাড়িতে চাকরি প্রার্থীদের তালিকা? তা নিয়ে তাঁকে প্রশ্ন করেন গোয়েন্দারা। সূত্রের খবর, তৃণমূল বিধায়ক যা জবাব দিয়েছেন, তাতে একেবারেই সন্তুষ্ট নয় সিবিআই।
অমিত সরকার