Recruitment Scam: পার্থর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, জীবনের 'আসল' রহস্যের খোঁজ পেল সিবিআই!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Recruitment Scam: মুর্শিদাবাদে বড়ঞার বিধায়কের এজেন্ট জেলা জুড়ে। এবার সেই এজেন্টদের উপর নজর সিবিআইয়ের।
অর্পিতা হাজরা, কলকাতা: প্রাইমারি - আপার প্রাইমারি নিয়োগ দুর্নীতিতে যুক্ত মুর্শিদাবাদের বড়য়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিভিন্ন জেলায় এজেন্ট রয়েছে। চাঞ্চল্যকর তথ্য এল সিবিআইয়ের হাতে। সিবিআই সূত্রে খবর, বর্ধমান, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় রয়েছে এজেন্ট। বেশ কিছু এজেন্টের নাম এসেছে সিবিআইয়ের হাতে। তাদেরকে তলব করবে তদন্তকারী সংস্থা। কারণ এই জীবন কৃষ্ণের বাড়ি থেকে ক্যান্ডিডেট লিস্ট সহ কার থেকে কত টাকা নেওয়া হয়েছে, তার হিসেব নথি পাওয়া গিয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ৫ ব্যাগ নথি বিধায়কের বাড়ির পাঁচিলের পাশে থেকে উদ্ধার। ফলে এই বিধায়ক নিয়োগ দুর্নীতিতে ওতপ্রতভাবে যুক্ত বলে দাবি সিবিআইয়ের। সিবিআই সূত্রে খবর, উদ্ধার হওয়া জীবনের একটি মোবাইল হায়দরাবাদে সেন্ট্রাল ফরেনসিক টিমের কাছে পাঠানো হবে ডেটা উদ্ধারের জন্য। পুকুর ছেঁচে জীবনের মোবাইল মেলায় এবার টেকনিক্যাল এক্সপার্টদের পরামর্শ নিচ্ছে সিবিআই। দীর্ঘক্ষণ জলে থাকার পর মোবাইলের কোনও ডেটা আদৌ উদ্ধার করা সম্ভব কিনা, সম্ভব হলে কীভাবে সম্ভব, তা নিয়ে সিবিআই এবার এক্সপার্টদের পরামর্শ নিচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: তৃণমূল বিধায়কের বাড়ির পাশের পুকুর থেকে এ কী উদ্ধার হল! ৩২ ঘণ্টা পরও তল্লাশি, অবাক সিবিআই
এই বিধায়কের বাড়ি শুক্রবার থেকে টানা ম্যারাথন তল্লাশি করছে সিবিআই। তাঁর শ্বশুর বাড়ি, বিধায়কের বাড়ি ও তাঁর পৈতৃক বাড়িতে সিবিআই তল্লাশি করে। জীবনের বিরুদ্ধে অভিযোগ, মুর্শিদাবাদে জীবন কৃষ্ণ সাহা একাধিক ক্যান্ডিডেটকে রেকমেন্ডেশন করে চাকরি করে দিয়েছিলেন। সিবিআই সূত্রে খবর , পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। তাই সিবিআই টিম সেই রেকমেন্ডেশন লিস্টের বিষয়ে, কত টাকা নেওয়া হয়েছিল, কত জনের চাকরি হয়? সেই বিষয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
advertisement
বীরভূম লাগোয়া মুর্শিদাবাদে আন্ধি এলাকায় জীবন কৃষ্ণ সাহার পৈতৃক বাড়িতে তল্লাশি সময় সিবিআই যখন মোবাইল চেক করছিল, তখন জীবন কৃষ্ণ সিবিআইয়ের কাছে তার মোবাইলে এভিডেন্স নষ্টের জন্য মোবাইল ছুঁড়ে ফেলে দেয় পুকুরে জলে। এমনকি সিবিআইকে কাজে বাধা দান করেন। সেই মোবাইল খোঁজার জন্য সিবিআই পুকুরে জল ঝেঁচে ফেলে দেয়। একটি মোবাইল রবিবার সকালে উদ্ধার করেছে সিবিআই। আরেকটি মোবাইল খোঁজা হচ্ছে। সিবিআই রঘুনাথগঞ্জের নিতাই সাহার বাড়িতেও তল্লাশি করে। এই নিতাই হল জীবনের শ্বশুর। এসএসসি মামালায় নিতাইয়ের বাড়িতে তল্লাশি করে সিবিআই টিম। এজেন্ট হয়ে কত টাকা তুলেছে? কত জন ক্যান্ডিডেট থেকে টাকা নিয়ে বেআইনি ভাবে চাকরি হয়েছে? সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জীবন কৃষ্ণর একাধিক এজেন্টদের উপর নজর এবার সিবিআইয়ের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 16, 2023 12:25 PM IST










