নদিয়ায় শান্তিপুরের চৌগাছা পাড়ায় মৃৎশিল্পীদের আনাগোনা। এটি পালপাড়া বলে বেশি পরিচিত। সেই পালপাড়ায় প্রামাণিক বাড়ি বহু পুরনো। সেখানেই পরিবারের শিশুরা এইভাবে ব্যতিক্রমী পথে ঝুলন আয়োজন করে। এই দিন সাতেক প্রমাণিত বাড়ির গৃহিণী কিংবা শিশুরা হাতের কাজ ২০ টাকা, ৩০ টাকা, ৫০ টাকা, ৭০ টাকা দামে বিক্রি করে। এখানে বিক্রি হয় ছোট ছোট বিভিন্ন পুতুল। সেগুলি তারা মাটি, রং, বিভিন্ন রকম অলঙ্কার দিয়ে সাজিয়ে তোলেন। তা দেখতেও লাগে অসাধারণ। শুধু বিকেলবেলা নয়, ঝুলনের কটা দিন তারা সারা দিন ধরেই ওই বারান্দায় বসে তারা বিক্রি করেন।
advertisement
আরও পড়ুন: এই রাখিতে আপনার হাতে জায়গা করে নিক পটশিল্প! কোথায় পাবেন দেখুন
বিকেলবেলা থেকেই সেখানে ভিড় জমতে শুরু করে। আগের থেকে কেনাবেচাও বেড়েছে। শান্তিপুরের ঐতিহ্য অনুযায়ী অলিতে গলিতে শিশুরা সাজিয়ে তোলেন সেই সমস্ত পুতুল দিয়ে বিশেষ কিছু কাহিনী। আর সেই সমস্ত কাহিনী সাজাতে সাহায্য করে তাদের পরিবারের সদস্যরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন