Rakhi Purnima 2025: এই রাখিতে আপনার হাতে জায়গা করে নিক পটশিল্প! কোথায় পাবেন দেখুন

Last Updated:

শুশুনিয়া পাহাড়ের কোলে ছবির মত এক অরণ্য গ্রাম ভরতপুর। বেশ কয়েকজন পটুয়া শিল্পীর আদি বাসস্থান এই গ্রামে। বাঁকুড়ার ঐতিহ্যবাহী লোকশিল্প ঘরাণা পটচিত্র এদের হাত দিয়েই আজ বেঁচে আছে

+
পটশিল্পের

পটশিল্পের ছোঁয়া রাখিতে

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: জেলার ঐতিহ্যবাহী পট এবার ফুটে উঠছে হাতের রাখিতে। সুন্দর সুন্দর মৌলিক সব ছবি। আর সেই ছবিগুলি এখন রাখির আকার পাচ্ছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ছাতনা ব্লকের শুশুনিয়া পাহাড় সংলগ্ন গ্রাম ভরতপুরে। এই ভরতপুরে বাস পটচিত্র শিল্পীদের। পটচিত্রের সঙ্গে তাদের জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস। পটচিত্র অঙ্কনে তারা সিদ্ধহস্ত হলেও এই গ্রামের জীবন জীবিকার সঙ্গে তার সম্পর্ক ভিন্ন। ঐতিহ্যবাহী পটচিত্রশিল্প ধীরে ধীরে আবার পুনরুত্থানের পথে, লোকসংহিতা ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামের শিল্পীরা তৈরি করছেন এই রাখি।
পটচিত্র কী? শুশুনিয়া পাহাড়ের কোলে ছবির মত এক অরণ্য গ্রাম ভরতপুর। বেশ কয়েকজন পটুয়া শিল্পীর আদি বাসস্থান এই গ্রামে। বাঁকুড়ার ঐতিহ্যবাহী লোকশিল্প ঘরাণা পটচিত্র এদের হাত দিয়েই আজ বেঁচে আছে। অভাব , দারিদ্র্য এবং অশিক্ষার সঙ্গে সংগ্রাম করে যা প্রায় লুপ্ত হতে বসেছিল। তবে আবারও জীবনের মূল স্রোতে ফিরে এসেছে। এখন এই পট শিল্পীরা বানাচ্ছেন রাখি। গোল গোল চাকতি করে, সেই চাকতির উপর ছবি এঁকে তৈরি হচ্ছে রাখি।
advertisement
আর‌ও পড়ুন: আজ ২২ শ্রাবণ, রবি স্মরণে পুরনো ছোঁয়া বিশ্বভারতীতে
রাখিগুলির মধ্যে ফুটে উঠেছে শিকারের গল্প। পৌরাণিক কাহিনী এবং আদিবাসী জীবনধারা। খুব সাধারণ অথচ আভিজাত্যপূর্ণ এই রাখি! সবকিছু মিলিয়ে মিশিয়ে যেন রংয়ের খেলা। আর এই খেলায় চাইলে আপনিও অংশগ্রহণ করতে পারবেন। পট চিত্রশিল্পীদের গ্রামে গিয়ে নিজে যাচাই করে কিনে নিন রাখি। রাখিগুলি তৈরি করতে যথেষ্ট পরিশ্রম করতে হলেও দাম খুবই সামান্য।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুশুনিয়ার পাহাড়তলিতে খুঁজে খুঁজে এরা বিভিন্ন রঙের পাথর জোগাড় করেন আর তারপর সেগুলি গুঁড়ো করে বিভিন্ন ধরণের রঙ প্রস্তুত করেন। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে রঙ তৈরি করেন বলে এঁদের আঁকা পটের রং বহুদিন অবিকৃত থাকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rakhi Purnima 2025: এই রাখিতে আপনার হাতে জায়গা করে নিক পটশিল্প! কোথায় পাবেন দেখুন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement