কিন্তু এবারে জেলা প্রশাসনের উদ্যোগে সেই রং সবুজ থাকলেও তাতে আরও ভিন্ন ধরনের রঙ চড়তে চলেছে জেলা শহরে কয়েকটি দেওয়ালে। শহরের রং পরিবর্তনের মধ্য দিয়ে এক অবর্ণনীয় রূপ দিতে চলেছে জেলা প্রশাসন। তাই শুধু মনীষী নয়, জেলার বিভিন্ন পর্যটনক্ষেত্রগুলি যা সাধারণ মানুষের কাছে পরিচিত বা অনেকের কাছে অপরিচিত তা মানুষের সামনে আরও তুলে ধরার জন্য সেই পর্যটন ক্ষেত্রগুলিও কিন্তু রং তুলির মধ্যে ফুটিয়ে তোলা হচ্ছে। আমাদের দেশে যে সমস্ত মনীষীদের অবদান অনস্বীকার্য, তাঁদের ছবিও কিন্তু এ বার দেখা যাবে জেলাশহরের অলিন্দে।
advertisement
সাধারণ মানুষকে সচেতন করার জন্য সচেতনতামূলক বার্তাবলীও কিন্তু ছবির মাধ্যমে দেওয়ালে ঠাঁই পাবে এমনটাই উদ্যোগ দিয়েছে জেলা প্রশাসন। প্রথম পর্যায়ে ঝাড়গ্রাম জেলা খাদ্য সরবরাহ দফতরের দেওয়ালে এই চিত্রগুলি ফুটিয়ে তোলা হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে রাজ কলেজ এবং ঝাড়গ্রাম জেলা শাসকের পুরনো দফতরেও নানা ধরনের ছবি আঁকা দেওয়াল গুলিতে ঠাঁই পাবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন : জ্বলন্ত গ্যাস সিলিন্ডার ছুঁড়ে ফেললেন নর্দমায়! অসংখ্য প্রাণ বাঁচিয়ে পোড়া হাতেই কুর্নিশ গ্রহণ যুবকের
শুধু সরকারি দেয়াল নয়, কেউ সহৃদয় ব্যক্তি যদি তাঁর ব্যক্তিগত বাড়ি বা অন্যান্য ভূসম্পত্তির দেওয়াল জেলা প্রশাসনকে ছবি আঁকার জন্য দেয়, সেখানেও জেলা প্রশাসন এই ছবিগুলি রং তুলির মধ্যে ফুটিয়ে তুলবে বলে জানিয়েছে। ঝাড়গ্রাম জেলা শহরকে আরও রঙিন রূপে সাজিয়ে তোলার জন্যই এই উদ্যোগ বলে জানাচ্ছে জেলা প্রশাসন। ঝাড়গ্রাম জেলা শহরকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই উদ্যোগ।