Inspiration & Bravery: জ্বলন্ত গ্যাস সিলিন্ডার ছুঁড়ে ফেললেন নর্দমায়! অসংখ্য প্রাণ বাঁচিয়ে পোড়া হাতেই কুর্নিশ গ্রহণ যুবকের

Last Updated:

Inspiration & Bravery: এই দিন রাতে রান্না করতে গিয়েছিলেন পরিবারের মহিলারা। সেই সময় হঠাৎ এই গ্যাস লিক করে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দা রবি প্যাটেল চেঁচামেচির আওয়াজ শুনে ছুটে এসে জ্বলন্ত গ্যাস সিলিন্ডার নিয়ে বেরিয়ে আসেন বাড়ির বাইরে। ফিল্মি কায়দায় তিনি জ্বলন্ত সিলিন্ডার বন্ধ করার চেষ্টা করলেও সেটা নেভাতে পারেননি তিনি।

+
আগুন

আগুন নেভাচ্ছে দমকল

রাহী হালদার, হুগলি: রাতের খাবারের জন্য রান্না সবে শুরু করেছিলেন, সেই সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায় ! ঘরের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে গ্যাস সিলিন্ডার ! ঘটনায় আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন বাড়ির মহিলারা ! আর কিছুক্ষণ ঘরের মধ্যে জ্বলন্ত গ্যাস সিলিন্ডার থাকলে ঘটে যেতে পারত বড় বিপদ ! তাই বিপদের তোয়াক্কা না করে জ্বলন্ত গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়ির বাইরে এসে সেটিকে স্থানীয় নর্দমার মধ্যে ফেলে প্রতিবেশী এক যুবক ! পরে দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি উত্তরপাড়া সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিদ্রোহী সংঘ ক্লাব এলাকার।
স্থানীয় সূত্রের খবর, এই দিন রাতে রান্না করতে গিয়েছিলেন পরিবারের মহিলারা। সেই সময় হঠাৎ এই গ্যাস লিক করে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দা রবি প্যাটেল চেঁচামেচির আওয়াজ শুনে ছুটে এসে জ্বলন্ত গ্যাস সিলিন্ডার নিয়ে বেরিয়ে আসেন বাড়ির বাইরে। ফিল্মি কায়দায় তিনি জ্বলন্ত সিলিন্ডার বন্ধ করার চেষ্টা করলেও সেটা নেভাতে পারেননি তিনি। পরে সেটিকে একটি জল ভর্তি নর্দমার মধ্যে ফেলে দেন। ঘটনায় তাঁর হাত পুড়ে যায়।
advertisement
আরও পড়ুন : মহাকাশে গোলমরিচ দেওয়া মাখন পাউরুটি খেলেই ‘ভয়ঙ্কর বিপদ’ হত সুনীতাদের! নিষিদ্ধ মাছ দুধ আইসক্রিমও! জানুন কারণ
খানিকক্ষণের মধ্যে দমকল উপস্থিত হয়। দমকলের প্রচেষ্টায় কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। আগুন নিভিয়ে দিলেও গ্যাস ভর্তি সিলিন্ডার টিকে অন্যত্র ফাঁকা জায়গায় রেখে আসার পরামর্শ দেন দমকল আধিকারিকরা। এবং যে যুবক নিজের জীবন বাজি রেখে জ্বলন্ত গ্যাস সিলিন্ডার বাড়ির বাইরে নিয়ে আসেন, তাঁকে তার সাহসিকতার জন্য প্রশংসা করেন দমকল আধিকারিক। এবং তাঁর চিকিৎসার জন্য আবেদন জানান উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের কাছে।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Inspiration & Bravery: জ্বলন্ত গ্যাস সিলিন্ডার ছুঁড়ে ফেললেন নর্দমায়! অসংখ্য প্রাণ বাঁচিয়ে পোড়া হাতেই কুর্নিশ গ্রহণ যুবকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement