TRENDING:

Jhargram News: ফোন পেয়ে তড়িঘড়ি গ্রামে পৌছালেন তৃণমূল সভাপতি, তারপর যা হল, কেউ ভাবেননি

Last Updated:

Jhargram News: কুড়মি গ্রামে গিয়ে ঘেরাও হলেন অঞ্চল তৃণমুল সভাপতি। যদিও অভিযোগ এদিন বুধবার অঞ্চল সভাপতিকে দোরখুলি এলাকায় ডেকে তাকে পরিকল্পিত ভাবে ঘেরাও করা করা হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: কুড়মি গ্রামে গিয়ে ঘেরাও হলেন অঞ্চল তৃণমুল সভাপতি। যদিও অভিযোগ বুধবার অঞ্চল সভাপতিকে দোরখুলি এলাকায় ডেকে তাঁকে পরিকল্পিত ভাবে ঘেরাও করা করা হয়েছিল। এরপর ওই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনা বাড়তে থাকলে পরে ঝাড়্গ্রাম থানার পুলিশ গিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতিকে উদ্ধার করে নিয়ে আসেন। এই ঘটনাটি ঘটেছে ঝাড়্গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের দোরখুলি গ্রামে।
advertisement

আরও পড়ুনঃ পাখির চোখ শেষদিন! সিপিএমের বিরুদ্ধে মনোনয়ন জমা আটকাতে বোমাবাজির অভিযোগ শাসকের

অভিযোগ রাধানগর অঞ্চল তৃণমুলের সভাপতি বিদ্যুৎ ঘোষকে ফোন করে ওই এলাকায় ডাকা হয়েছিল। বিদ্যুৎ ঘোষের বক্তব্য ওই এলাকায় তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলা হয়েছিল। যে ব্যক্তি তৃণমূলের পতাকা খুলে ছিলেন সেই এদিন ফোন করে ডেকেছিলেন পতাকা লাগিয়ে দেবে বলে। সরল বিশ্বাসে এদিন বিদ্যুৎ বাবু সেই গ্রামে যান। সেখানে যাওয়ার পরেই তাঁকে ঘেরাও করে কুড়মি সমাজের মানুষজন এবং মহিলার। তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন৷

advertisement

View More

কুড়মি সমাজের মানুষজনের অভিযোগ তৃণমূলের লোকজনেরা ‘জয় গরাম’ লেখা পতাকা ছিঁড়ে দেয় বলে। যদিও এদিন রাধানগর অঞ্চল তৃণমূল সভাপতি বিদ্যুৎ ঘোষ বলেন ” আমাকে ওখানে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। তৃণমূলের পতাকা মঙ্গলবার তুলে ফেলা হয়েছিল। যে তুলে ফেলেছিল সেই আমাকে ডাকে। বলেছিল পতাকা লাগিয়ে দেবে। আমি ওখানে যেতেই কুড়মি মানুষজন, মহিলারা আমাকে ঘেরাও করে। আমি কোন কথাই বলিনি। গাড়ি থেকে নামিও নি। পুলিশ গিয়ে উদ্ধার করে। এটা একটা চক্রান্ত। যে তৃণমূল পতাকা তুলে ফেলেছিল সে আবার তা লাগিয়ে দিয়ে ভিডিও করে আমাকে পাঠিয়েছে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাজ নেই-র দিন শেষ,ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের,সংসার চলছে রমরমিয়ে
আরও দেখুন

এবিষয়ে কুড়মি সমাজের অন্যতম নেতা অশোক মাহাতোকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ বা বারে বারে ফোন করা হলেও তিনি ফোন ধরেনি। যদিও গ্রামবাসীদের অভিযোগ ওই তৃণমূল নেতা গ্রামে কুড়মিদের ঝান্ডা ছিঁড়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাই তাঁকে গ্রামবাসীর ঘিরে ধরে রাখেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ফোন পেয়ে তড়িঘড়ি গ্রামে পৌছালেন তৃণমূল সভাপতি, তারপর যা হল, কেউ ভাবেননি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল