সেই সময় বহু খোঁজাখুঁজি করার পর কোনও খোঁজ না পেয়ে নয়াগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর পরিবারের লোকজনেরা। কিন্তু পুলিশও তার কোনও খোঁজ পায়নি। পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন বাঁশিয়াভোল গ্রামের এক বাসিন্দা গ্রামের পাশে জঙ্গলে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে মানুষের কঙ্কাল দেখতে পান। এরপর বাসিন্দাদের বিষয়টি জানানোর পর নয়াগ্রাম থানার পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর নয়াগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া লক্ষ্মণ মুর্মুর পরিবারকে সঙ্গে নিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: শো চলাকালীন এমন ‘অপমান’! কপিলকে চুমু দিতে হল রবিনার, দেখুন সেই ভিডিও
আরও পড়ুন: ‘আরও গ্রেফতার হবে’, ইডির দাবির পরই গুঞ্জন, ‘এবার কে?’ যা সামনে আসছে, কল্পনাতীত!
কঙ্কালের পাশে বেশ কিছু জিনিস দেখে তার পরিবারের লোকজনেরা সনাক্ত করেন। এরপর কঙ্কালটি উদ্ধার করে নয়াগ্রাম থানার পুলিশ।উদ্ধার হওয়া কঙ্কাল ময়নাতদন্তের জন্যে ঝাড়গ্রাম হাসপতালে পাঠাল পুলিশ। দুই বছর নিখোঁজ ছিল ওই ব্যক্তি। কী ভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ। ইতিমধ্যে এই কঙ্কাল উদ্ধার নিয়ে এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে।
রাজু সিং