আরও পড়ুনঃ বৃদ্ধাকে খুন করে কবর দেওয়ার অভিযোগ পরিবারের বিরুদ্ধ, থানায় এলাকাবাসী
এছাড়াও, লালগড় থানার অন্তর্গত বৈতা গ্রাম পঞ্চায়েতের গোয়ালডাঙ্গা এলাকায় পিন্টু শিকারি নামের এক ব্যক্তি বজ্রপাতের কারণে গুরুত্বভাবে জখম হয়। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ঝাড়গ্রাম গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুজন।
advertisement
আরও পড়ুনঃ বাঁকুড়ার পরিত্যক্ত পার্কে ঘুরে বেড়াচ্ছে এটা কী! ভয়ে থরথর করে কাঁপছে গ্রামবাসীরা
এছাড়াও, এদিন দুপুরে বেলিয়াবেড়া থানার অন্তর্গত পৃথক দু’টি ঘটনায় বাজ পড়ে দু’জনের মৃত্যু হয়। জানা গিয়েছে, লাউপাড়া গ্রামে জমিতে চাষের কাজ সেরে বাড়ি ফেরার সময় মিহির মহাপাত্র (৪০) নামের এক ব্যক্তির উপর বাজ পড়ে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, বেলিয়াবেড়া থানার অন্তর্গত চন্ডিয়াস গ্রামে গ্রাম সংলগ্ন খালে মাছ ধরতে গিয়ে ছিল প্রফুল্ল মান্না (৪৯) নামের এক ব্যক্তির। খালে মাছ ধরার সময় ওই ব্যক্তির উপর বাজ পড়ে। স্থানীয় মানুষজন তাঁকে উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুদ্ধদেব বেরা