প্রসঙ্গত সুরাপ্রেমীদের কাছে যেকোনও একটি অনুষ্ঠান হলেই তো আর কথা নেই। জেলায় জেলায় রেকর্ড গড়েছে আবগারি দফতর। ঝাড়গ্রামে ৪ কোটি ১৮ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে পুজোর পাঁচ দিনে। সরকারিভাবে এমনই রিপোর্ট। আবগারি দফতর সূত্রে খবর, গত বছর প্রায় তিন কোটি টাকার মতো মদ বিক্রি হয়েছিল দুর্গাপুজোর পাঁচ দিনে। তবে এবারে সেই মাত্রা ছাড়িয়ে প্রায় এক কোটিরও বেশি টাকার মদ বিক্রি হয়েছে জেলায়। অন্যান্য দিনের পাশাপাশি দশমীতে সবথেকে বেশি বিক্রি হয়েছে জেলা জুড়ে। দশমীতে প্রায় ৯৪ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে।
advertisement
আরও পড়ুন: খেলার বল আনতে গিয়ে একী ঘটল! দলা পাকিয়ে বসে রয়েছে ১৫ কেজির সাপ! তারপর? ভয়াবহ ভিডিও
জেলার এক আবগারি আধিকারিক বলেন, গত বছরের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। এর আগে পূর্ব মেদিনীপুর রেকর্ড গড়েছিল। এবার ছোট্ট জেলা ঝাড়গ্রামে রেকর্ড মদ বিক্রি হয়েছে। গতবছরের তুলনায় এক কোটিরও বেশি টাকার মদ বিক্রি হয়েছে জেলায়। এ’বছর আগেই রাজ্য সরকার ঘোষণা করেছিল, পুজোর দিনগুলিতে খোলা থাকবে মদের দোকান। পুজোর দিনগুলিতে মদ থেকে ভাল রাজস্ব রাজ্যের ভাঁড়ারে ঢুকবে তা আগেই অনুমান করা ছিল। জেলায় জেলায় মদ বিক্রির পরিমাণ তাতেই শিলমোহর দিল।
রঞ্জন চন্দ