Viral Video: খেলার বল আনতে গিয়ে একী ঘটল! দলা পাকিয়ে বসে রয়েছে ১৫ কেজির সাপ! তারপর? ভয়াবহ ভিডিও

Last Updated:

Viral Video: এই ভিডিও চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না! একটুর জন্য বাঁচল প্রাণ

+
আট

আট ফুট লম্বা, ওজন ১৪ কেজি

বাঁকুড়া: খেলাধুলা করছিল জঙ্গলমহলের কয়েকজন স্থানীয় ছেলে। তাদের মধ্যেই একটি বাচ্চা বল কুড়াতে গিয়ে দেখে,  গোল করে কুন্ডলি পাকিয়ে বসে রয়েছে দৈত্যাকার সাপ। বিষয়টি জানাজানি হলে, স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় খেলতে আসা স্থানীয় ছেলেদের মধ্যে।
বিরাট ময়াল সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় খাতড়ার নারগাশোল গ্রামে। বাঁকুড়ার খাতড়ার নারগাশোল গ্রামের খেলার মাঠের পাশে সাপটি পায় স্থানীয় যুবকরা। বাসিন্দারা জানান এত বড় আকারের সাপ এই এলাকায় আগে কোনদিন দেখা যায়নি। ফলে বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। সাপ দেখতে ভিড় গ্রামের প্রচুর মানুষ।
advertisement
advertisement
খাতড়ার বনদফতরে খবর দেওয়া হয়। বনদফতরের কর্মীরা গ্রামে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন। বনদফতর জানায় সাপটি প্রায় ৮ ফুট লম্বা ও প্রায় ১৫ কেজি ওজনের ছিল। কিছুক্ষণ পর্যবেক্ষণের রাখার পর সুস্থ অবস্থায় সাপটিকে স্থানীয় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদফতর জানায়। সচরাচর বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায় কালে ভদ্রে দেখা মেলে ময়াল সাপের। তবে সাম্প্রতিক এত বড় ময়াল সাপ দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
বৈজ্ঞানিক নাম পাইথনাইড। জনপ্রিয় নাম পাইথন, আঞ্চলিক ভাবে বলা হয় ময়াল সাপ। বাঁকুড়ার জেলার জঙ্গলমহল এলাকার আবহাওয়া যথেষ্ট উপযুক্ত এই সাপের জন্যে। সেই কারণেই বেশির ভাগ ময়াল সাপ উদ্ধার করা হয় এই অঞ্চল থেকেই।
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: খেলার বল আনতে গিয়ে একী ঘটল! দলা পাকিয়ে বসে রয়েছে ১৫ কেজির সাপ! তারপর? ভয়াবহ ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement