TRENDING:

উৎসবের মরশুমে বিধায়কের 'উপহার'! এলাকার সৌন্দর্যায়ন-নিরাপত্তা বৃদ্ধিতে বড় পদক্ষেপ, আহ্লাদে আটখানা বাসিন্দারা

Last Updated:

Street Light: দুর্গাপুজোর আবহে বড় 'উপহার' দিলেন বিধায়ক। পথ নিরাপত্তা ও সৌন্দর্যয়ানের জন্য বিধায়কের উদ্যোগে বাংলার মোড় থেকে উত্তর দুর্গাপুর লাইব্রেরি মোড় পর্যন্ত এবং দক্ষিণ বারাশত থেকে ময়দা কালীবাড়ি পর্যন্ত ২৫০টি স্ট্রিট লাইটের উদ্বোধন করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর, সুমন সাহাঃ পুজোর আবহেই বিধায়কের হাত ধরে ‘উপহার’ পেল এলাকাবাসী। পথ নিরাপত্তা ও সৌন্দর্যয়ানের জন্য জয়নগর বিধানসভার বিধায়কের উদ্যোগে বাংলার মোড় থেকে উত্তর দুর্গাপুর লাইব্রেরি মোড় পর্যন্ত এবং দক্ষিণ বারাশত থেকে ময়দা কালীবাড়ি পর্যন্ত ২৫০টি স্ট্রিট লাইটের উদ্বোধন করা হল। ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ৫ মাস সময়ে প্রায় ২৩ কিলোমিটার রাস্তায় এই লাইট লাগানো হয়েছে।
advertisement

এই বিষয়ে বিধায়ক বলেন, শুধুমাত্র সৌন্দর্যায়ন নয়, মূলত জয়নগর এলাকার মানুষের পথ নিরাপত্তার জন্য এই বিশেষ উদ্যোগ। বেশ কিছুদিন ধরে এই সমস্ত এলাকায় রাতের অন্ধকারে বিভিন্ন ধরণের চুরি-ছিনতাই বেড়ে গিয়েছিল। এই রাস্তা দিয়ে কানে ফোন দিয়ে কথা বলতে বলতে গেলে বাইকে করে এসে হাত থেকে ফোন কেড়ে নেওয়ার ঘটনা প্রায়সময় ঘটছিল। তাই যদি এই পথে লাইট থাকে, তাহলে এই ধরণের ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে। সেই সঙ্গেই সাধারণ মানুষের নিরাপত্তা অনেকটাই বেড়ে যাবে। কারণ রাস্তায় আলো থাকলে দুষ্কৃতীরা এই ধরণের কাজ করতে পারবে না। তাই এই ধরণের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ শাল-পিয়ালের জঙ্গলের মাঝে সুবিশাল স্বর্ণমন্দির! বাংলায় বসেই পাঞ্জাবের স্বাদ, নজরকাড়া থিমে মেগা হিট ‘এই’ পুজো

এদিন মূলত জয়নগর এলাকার ৫টি পঞ্চায়েত এলাকায় এই লাইটের উদ্বোধন করা হল। আগামীদিনে জয়নগর বিধানসভার পুরো এলাকাজুড়ে লাইটের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

রাস্তা, বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল সহ বিভিন্ন পরিষেবা দিয়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। পুজোর আগে দক্ষিণ বারাশত, উত্তর দুর্গাপুর, ময়দা, হরিনারায়ণপুর ও বহড়ু ক্ষেত্র- এই পাঁচটি অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হবেন। উৎসবের মরশুমে এই ‘উপহার’ পেয়ে স্বভাবতই খুশি জয়নগর এলাকার মানুষ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উৎসবের মরশুমে বিধায়কের 'উপহার'! এলাকার সৌন্দর্যায়ন-নিরাপত্তা বৃদ্ধিতে বড় পদক্ষেপ, আহ্লাদে আটখানা বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল