Durga Puja 2025: শাল-পিয়ালের জঙ্গলের মাঝে সুবিশাল স্বর্ণমন্দির! বাংলায় বসেই পাঞ্জাবের স্বাদ, নজরকাড়া থিমে মেগা হিট 'এই' পুজো
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
Durga Puja 2025: শাল পিয়ালের জঙ্গলের মাঝেই একটুকরো পাঞ্জাবের স্বাদ। 'অরণ্য সুন্দরী' ঝাড়গ্রামের বুকেই অমৃতসরের স্বর্ণমন্দির। এই মণ্ডপে এলে মনে হবে যেন অবিকল পাঞ্জাবের স্বর্ণমন্দিরে এসেছেন। ঝাড়গ্রামের নামী পুজোর থিমে বড় চমক।
ঝাড়গ্রাম, তন্ময় নন্দীঃ বাংলায় বসেই মিলবে পাঞ্জাবের স্বাদ! শাল-পিয়ালের জঙ্গলের মাঝে একটুকরো পাঞ্জাব দর্শনের সুযোগ। ‘অরণ্য সুন্দরী’ ঝাড়গ্রামের বুকেই পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির দেখতে পাবেন। শিখ ধর্মের উপাসকদের কাছে স্বর্ণ মন্দির এক বিশেষ জায়গা। এখানকার প্রধান আকর্ষণ হল গুরু গ্রন্থ সাহেব। এছাড়া মন্দিরের দেওয়ালে রয়েছে বিভিন্ন আলংকারিক নকশা। সেই সবকিছুই ঝাড়গ্রামের পূর্বাশার মণ্ডপসজ্জায় দেখা যাবে।
ঝাড়গ্রামের বড় পুজোগুলি মধ্যে অন্যতম পূর্বাশার পুজো। প্রতি বছরই কোনও না কোনও নতুন থিমে চমক দেয় এই ক্লাব। এবার তাঁদের থিম ভাবনায় পাঞ্জাবের অমৃতসর মন্দির। এই মণ্ডপে এলে মনে হবে যেন অবিকল পাঞ্জাবের স্বর্ণমন্দিরে এসেছেন।
আরও পড়ুনঃ বসিরহাটের বুকে দিঘার জগন্নাথ ধাম! উমার সঙ্গেই জগন্নাথদেবের দর্শন, বড় চমক ‘এই’ পুজো কমিটির
পুজো কমিটির সদস্য গৌতমবাবু জানান, ‘ঝাড়গ্রামবাসী আমাদের পুজা মণ্ডপে আসার জন্য মুখিয়ে থাকেন। তাই জেলাবাসীর মন রাখার জন্য প্রতিনিয়ত নতুন থিমের উপর আমরা নজর দিই। এই বছর আমাদের থিম ভাবনায় রয়েছে অমৃতসরের স্বর্ণমন্দির। অনেকেই পাঞ্জাবের অমৃতসরের মতো জায়গায় ঘুরতে যেতে পারেন না। এখানকার বেশিরভাগ মানুষ কৃষিজীবী, অর্থনৈতিক প্রতিবন্ধকতা রয়েছে। সেইসব প্রতিবন্ধকতা কাটিয়ে তাঁরা যাতে পাঞ্জাবের এই মন্দিরটি চাক্ষুষ করতে পারেন সেই জন্যই আমরা এই থিম বেছে নিয়েছি।’
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবারই জেলার মধ্যে পূর্বাশার পুজো মণ্ডপে সেরা থিম ভাবনা ফুটে ওঠে। এবারও ব্যতিক্রম হয়নি। ভার্চুয়ালি এই পুজো মণ্ডপ উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম থানার ঠিক পিছনে এলেই পূর্বাশার নিবেদিত স্বর্ণমন্দির দেখা যাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
September 27, 2025 6:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: শাল-পিয়ালের জঙ্গলের মাঝে সুবিশাল স্বর্ণমন্দির! বাংলায় বসেই পাঞ্জাবের স্বাদ, নজরকাড়া থিমে মেগা হিট 'এই' পুজো