Durga Puja 2025: বসিরহাটের বুকে দিঘার জগন্নাথ ধাম! উমার সঙ্গেই জগন্নাথদেবের দর্শন, বড় চমক 'এই' পুজো কমিটির

Last Updated:

Durga Puja 2025: মণ্ডপে ঢুকলেই নিখুঁত নকশায় তৈরি দিঘার জগন্নাথ ধামের প্রতিরূপ নজর কেড়ে নেবে। নিদারুণ আলোকসজ্জা, বাহারি রঙের সমাহার এবং কারুকার্যপূর্ণ শৈলীতে ভাস্বর হয়ে উঠেছে গোটা প্যান্ডেল। বসিরহাটে তৈরি হয়েছে নজরকাড়া এই প্যান্ডেল।

+
দিঘার

দিঘার জগন্নাথ ধামের আদলে দুর্গাপুজো প্যান্ডেল

বসিরহাট, জুলফিকার মোল্যাঃ দুর্গাপুজোয় জেলার মানুষের জন্য অপেক্ষা করছে এক অনন্য চমক। চলতি বছর পুরীর জগন্নাথ ধামের আদলে দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্বোধন করেছিলেন। সেই মন্দিরের আদলেই বসিরহাটে দুর্গাপুজো মণ্ডপ তৈরি করেছে নৈহাটি বিদ্যুৎ সংঘ।
উত্তর ২৪ পরগনা জেলার এই মণ্ডপে ঢুকলেই চোখে পড়বে নিখুঁত নকশায় তৈরি দিঘার জগন্নাথ ধামের প্রতিরূপ। নিদারুণ আলোকসজ্জা, বাহারি রঙের সমাহার এবং কারুকার্যপূর্ণ শৈলীতে ভাস্বর হয়ে উঠেছে গোটা প্যান্ডেল। ভিতরে প্রবেশ করলে একদিকে ভগবান জগন্নাথের দর্শন মিলবে, অন্যদিকে তাঁর পাশেই দর্শনার্থীরা দেবী দুর্গার প্রতিমা দেখার সুযোগ পাবেন।
advertisement
আরও পড়ুনঃ রাজস্থান ছুটতে হবে না! জেলার বুকেই ঐতিহ্যবাহী শীশ মহল, পঞ্চমীতেই উপচে পড়ছে ভিড়
দুর্গোৎসবের আনন্দে এবার বসিরহাটবাসী যেন পেয়ে যাবেন দিঘার স্বাদ। ঘরের কাছেই অনুভব করবেন জগন্নাথ ধামের পবিত্র আবহ। এই অভিনব থিম দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশাবাদী আয়োজকরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আয়োজক কমিটির দাবি, এই থিমে শুধু আধ্যাত্মিক ছোঁয়া নয়, ভক্তি ও শিল্পকলার এক অসাধারণ মেলবন্ধনও থাকছে। দিন-রাত নির্বিশেষে দর্শনার্থীদের ভিড় জমবে বলে অনুমান স্থানীয় ব্যবসায়ী মহলেরও। প্যান্ডেলের চারপাশে নিরাপত্তা এবং দর্শনার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে, বসিরহাটের মাটিতে এবার যেন সমুদ্রপাড়ের দিঘার ছায়া। তাই এলাকার মানুষের কাছে এই পুজো গর্বের প্রতীকও হয়ে উঠেছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বসিরহাটের বুকে দিঘার জগন্নাথ ধাম! উমার সঙ্গেই জগন্নাথদেবের দর্শন, বড় চমক 'এই' পুজো কমিটির
Next Article
advertisement
West Bengal Weather Update: নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা ! পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?
নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা! পঞ্চমী ও ষষ্ঠীর আবহাওয়ার আপডেট
  • নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে

  • উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা !

  • পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement