পুজোকে কেন্দ্র করে যেমন অনুষ্ঠান সূচি। তেমনি হাজারও মানুষের উপস্থিতি। এবছর অষ্টম বর্ষে পুজো আরাধনার পাশাপাশি সামাজিক কর্মসূচি এবং সাংস্কৃতি চর্চাও। জন্মাষ্টমী পুজোর নিয়ম মেনে হিন্দু ধর্মের ঘরে ঘরে অনুষ্ঠিত হলেও, রঘুদেবপুর পাঁচলা মোড়ে অনুষ্ঠিত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘের আয়োজিত বারোয়ার জন্মাষ্টমী পুজোর আকর্ষণ থাকে মানুষের মধ্যে। মঙ্গলবার মণ্ডপের দ্বার উদ্বোধনে ভক্তিমূলক নিত্যানুষ্ঠান এবং বাউল গান অনুষ্ঠিত হয়। বুধবার মঙ্গল আরতি, বিশ্বশান্তি যজ্ঞ, গীতা পাঠ এবং ভগবানের অভিষেক ও পুজো। বৃহস্পতিবার নগর সংকীর্তন, গোপাল সাজো প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠান। আগামী শনিবার পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন।
advertisement
আরও পড়ুন:
আরও পড়ুন: খালি পেটে দু’কোয়া রসুন চিবিয়ে খান! সঙ্গে এক গ্লাস উষ্ণ গরম জল! উপকার জানলে চমকে যাবেন
এখানে দর্শনীয় মণ্ডপ এবং প্রতিমা দেখতে মানুষ সকাল থেকেই মন্ডপ মুখী। এ পুজো প্রসঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘের সম্পাদক উমাশঙ্কর হালদার জানান, পুজোকে কেন্দ্র করে সংগঠন নির্মাণ হয়েছে। ঠিক একই ভাবে আগামী দিনে এই সংগঠন কেন্দ্র করেই সমাজ নির্মাণ হবে। সেই দিক গুরুত্ব রেখেই ধর্মশাস্ত্র সাংস্কৃতিক চর্চা, সেইসঙ্গে রক্তদান অ্যাম্বুলেন্স পরিষেবা, সববাহী যান পরিষেবার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, রক্তদান শিবির অনুষ্ঠিত হয় দিকে দিকে। সেই দিক থেকে আরও একধাপ এগিয়ে এই সংগঠন, লাইভ রক্তদাতার ব্যবস্থা করা হচ্ছে এই সংগঠনের পক্ষ থেকে। যা লাইভ রক্তের চাহিদা মেটাবে। রঘুদেবপুর পাঁচলা মোড়ের জন্মাষ্টমী উৎসবের অপেক্ষায় থাকেন স্থানীয় মানুষ। এই পুজোর অন্যতম আকর্ষণ হল নগর সংকীর্তন। জানা যায়, প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের ঢল নামে।
রাকেশ মাইতি