ইতিমধ্যেই বসিরহাট পুলিশের উদ্যোগে কোনওরকম দুর্ঘটনা যাতে না ঘটে, তাই রাতে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলেছে গোটা মন্দির চত্বর এলাকা। উল্লেখ্য গোটা মন্দির চত্বরে চলছে পুলিশি টহলদারি। পাশাপাশি সিসিটিভি ও আকাশ পথে ড্রোন চালিয়েও নজরদারি রাখা হচ্ছে।
advertisement
কোনওরকম নাশকতার ছক যাতে এখানে না ঘটতে পারে তার জন্য পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র। অন্যদিকে, সাদা পোশাকের মহিলা পুলিশ ও উইনারস স্কোয়াড বাইনিকেও রাখা হয়েছে। কচুয়া লোকনাথ মন্দিরের মঙ্গলবার রাত থেকে ভক্তরা এসে ভিড় জমাচ্ছেন বাবা লোকনাথের মাথায় জল ঢালার জন্য। সেখানে যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে তার জন্যই এক কথায় বলা যায় সবরকম ভাবে প্রস্তুত বসিরহাট পুলিশ জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সবমিলিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও ভক্ত অনুগামীদের ঢলে সেজে উঠেছে কচুয়া ধাম।
জুলফিকার মোল্যা