TRENDING:

Janmashtami 2023: জন্মাষ্টমীতে কচুয়া ধামে বাবা লোকনাথের দরজায় হাজার হাজার ভক্তের সমাগম! রইল ভিডিও

Last Updated:

Janmashtami 2023:  খালি পেয়ে হেঁটে হেঁটে আসছেন হাজার হাজার মানুষ! দেখুন ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: লোকনাথ বাবার জন্মতিথি পালন হচ্ছে বসিরহাটের কচুয়া ধামে। সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়িয়ে ভিন রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার কচুয়া লোকনাথ মন্দিরে। যেখানে দেশব্যাপী বিদেশের মাটি থেকেও লক্ষ লক্ষ ভক্তরা বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্য সমবেত হচ্ছে। যদিও কচুয়া নাকি চাকলা কোনটি ছিল বাবা লোকনাথের আসল জন্মস্থান! তা নিয়ে মতপার্থক্য বিভিন্ন ব্যক্তিদের। রাত থেকেই দেখা যাচ্ছে বাঁকে জল নিয়ে দূর দুরান্ত থেকে খালি পায়ে হেঁটে লম্বা লাইনে ভক্ত অনুগামীরা কচুয়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার মাথায় জল ঢালছেন।
advertisement

ইতিমধ্যেই বসিরহাট পুলিশের উদ্যোগে কোনওরকম দুর্ঘটনা যাতে না ঘটে, তাই রাতে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলেছে গোটা মন্দির চত্বর এলাকা। উল্লেখ্য গোটা মন্দির চত্বরে চলছে পুলিশি টহলদারি। পাশাপাশি সিসিটিভি ও আকাশ পথে ড্রোন চালিয়েও নজরদারি রাখা হচ্ছে।

আরও পড়ুন:  এ বছরের জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের কত তম জন্মতিথি জানেন? ১ লক্ষ ১ হাজার ১০৮টি লাড্ডু দিয়ে ভোগ নিবেদন!

advertisement

কোনওরকম নাশকতার ছক যাতে এখানে না ঘটতে পারে তার জন্য পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র। অন্যদিকে, সাদা পোশাকের মহিলা পুলিশ ও উইনারস স্কোয়াড বাইনিকেও রাখা হয়েছে। কচুয়া লোকনাথ মন্দিরের মঙ্গলবার রাত থেকে ভক্তরা এসে ভিড় জমাচ্ছেন বাবা লোকনাথের মাথায় জল ঢালার জন্য। সেখানে যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে তার জন্যই এক কথায় বলা যায় সবরকম ভাবে প্রস্তুত বসিরহাট পুলিশ জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সবমিলিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও ভক্ত অনুগামীদের ঢলে সেজে উঠেছে কচুয়া ধাম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Janmashtami 2023: জন্মাষ্টমীতে কচুয়া ধামে বাবা লোকনাথের দরজায় হাজার হাজার ভক্তের সমাগম! রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল