Janmashtami 2023: এ বছরের জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের কত তম জন্মতিথি জানেন? ১ লক্ষ ১ হাজার ১০৮টি লাড্ডু দিয়ে ভোগ নিবেদন!
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Janmashtami 2023: সেজে উঠেছে দুর্গাপুরের ইসকন মন্দির! জন্মাষ্টমী তো পালন করছেন! এবার জেনে নিন শ্রী কৃষ্ণের এই জন্ম তিথি কত বছরে পা দিল! অবাক হবেন
দুর্গাপুর : জন্মাষ্টমী পালনের জন্য সাজসাজো রব দেশের প্রতিটি প্রান্তে। কিন্তু জানেন কি চলতি বছরে ভগবান শ্রীকৃষ্ণের কততম জন্মতিথি পালন করা হবে? ইসকন কর্তৃপক্ষের মতে, ২০২৩- এ ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম আবির্ভাব তিথি পালন করা হবে। যদিও ভগবানের কোনও আদি-অন্ত নেই। তবে তিনি ধরাধাম বৃন্দাবনে যে তিথিতে আবির্ভূত হয়েছিলেন, সেই তিথিতেই পালন করা হয় জন্মাষ্টমী। তারই ৫২৪৯ তম বর্ষপূর্তি। আর সেই উপলক্ষে বিশাল আয়োজন করেছে দুর্গাপুর ইসকন কর্তৃপক্ষ। ভোগ নিবেদন থেকে প্রসাদ বিতর, পূজার্চনা, প্রার্থনা সবেতেই বিশাল আয়োজন করেছেন কৃষ্ণ সেবাইতরা। জন্মাষ্টমী উপলক্ষে দুর্গাপুর ইসকনে রাধাকৃষ্ণকে নিবেদন করা হবে ১ লক্ষ ১ হাজার ১০৮ টি লাড্ডু।
যে লাড্ডু ভগবানের কাছে নিবেদন করা হবে, তা প্রসাদ হিসেবে বিলিয়ে দেওয়া হবে ভক্তদের মধ্যে। জন্মাষ্টমী উপলক্ষে চার দিন আগে থেকে প্রস্তুতি শুরু করেছে ইসকন কর্তৃপক্ষ। মন্দিরেই তৈরি হচ্ছে ভোগ নিবেদনের লাড্ডু। প্রায় পঞ্চাশ হাজার ভক্ত সমাগম হবে জন্মাষ্টমী উপলক্ষে, এমনটাই আশা করছেন ইসকন মন্দিরের সেবাইতরা। অন্যদিকে জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করা হবে ১ লক্ষ ১ হাজার ১০৮ টি তুলসি। এই বিশ্বের মঙ্গল কামনায় তুলসি নিবেদন করা হবে ভগবানের চরণে। একই সঙ্গে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় যে সমস্ত মানুষজন প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনায় ভগবানের পায়ে তুলসি অর্পণ করবেন তারা। তাছাড়াও জন্মাষ্টমীর পূণ্য তিথিতে ভগবানকে নিবেদন করা হবে ৫৬ ভোগ।
advertisement
advertisement
জন্মাষ্টমীর পুজো উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দুর্গাপুর ইসকন। জন্মাষ্টমীতে শ্রীমদ্ভগবত গীতার ১৮০০০ শ্লোক পাঠ করা হবে সেখানে। এক আসনে বসে হবে এক লক্ষ হরিনাম জপ। জন্মাষ্টমীতে বিশেষ অধিবাস হবে রাধাকৃষ্ণের। ৬৪ রকম উপাচার দিয়ে করা হবে মহা অভিষেক। হবে জন্মাষ্টমীর বিশেষ আরতি। অন্যদিকে জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের কাছে থেকে আসবে ১২৭০ রকমের ভোগ। তাছাড়াও সারাদিন থাকবে নাম সংকীর্তনের ব্যবস্থা। জন্মাষ্টমীর সকালে দুর্গাপুরের বেনাচিতিতে হবে বিশেষ শোভাযাত্রা। রাধাকৃষ্ণের চরণ যুগল মাথায় নিয়ে শোভাযাত্রা হবে। জন্মাষ্টমীর পরদিন পালিত হবে নন্দ উৎসব। সেদিন সমস্ত ভক্তদের বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হবে। সব মিলিয়ে জন্মাষ্টমী পালনের জন্য মাতোয়ারা হয়ে উঠেছে দুর্গাপুর ইসকন।
advertisement
Nayan Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 06, 2023 8:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Janmashtami 2023: এ বছরের জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের কত তম জন্মতিথি জানেন? ১ লক্ষ ১ হাজার ১০৮টি লাড্ডু দিয়ে ভোগ নিবেদন!








