South 24 Parganas News: অবশেষে বৃষ্টির দেখা মিলল! একটু হলেও আর্থিক সংকট থেকে বাঁচবে চাষিরা
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
South 24 Parganas News: অবশেষে স্বস্তির বৃষ্টি একটু হলেও আশার আলো দেখছেন কৃষকরা।
দক্ষিণ ২৪ পরগনা : অবশেষে স্বস্তির বৃষ্টি একটু হলেও আশার আলো দেখছেন কৃষকরা।বৃষ্টির জন্য সেভাবে ফল হচ্ছিল না যে কোন সবজি থেকে শুরু করে অন্যান্য চাষে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল কৃষকদের আকাশে বৃষ্টির দেখা দিয়েছে। খুশির আলো চাষিদের মধ্যে। এই বৃষ্টিতে আবারো নতুন করে গাছে বিভিন্ন সবজি জন্মাবে তাই বৃষ্টি না হওয়ার জন্য যে ক্ষতির সম্মুখীন হচ্ছিল কৃষকরা, একটু হলেও ঘুরে দাঁড়াবে তারা।
তবে এই বৃষ্টিতে সেটা নিম্নচাপ হোক অথবা বর্ষা হোক। মানুষ একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে মানুষের এই তীব্র দাবদাহ থেকে যতটা স্বস্তি পেল। আবার ঠিক ততটাই কৃষকরা উপকৃত হল। যার কারণ মূলত কৃষকরা বিভিন্ন সবজির ক্ষেত্রে প্রথম পর্যায়ে বৃষ্টি এবং জলের অভাবে খুব একটা বেশি ফলন হয়নি। আর যার কারণে আর্থিক ক্ষতি হয়েছে কৃষকদের সবজি থেকে শুরু করে বিভিন্ন ফলের ক্ষেত্রে।
advertisement
advertisement
আবারও নতুন করে বৃষ্টি হওয়াতে সবজি চাষের পক্ষে বিভিন্ন ফুল ও মুকুল আসার সম্ভাবনা অনেকটাই বেশি আর যার কারণে এই বৃষ্টি হওয়ার জন্য কৃষকরা যে ক্ষতি হয়েছিল চাষের ক্ষেত্রে এই বৃষ্টি হওয়ার কারণে একটু হলেও লাভের মুখ দেখবে তারা।পাশাপাশি ধান চাষের ক্ষেত্রে চাষের জমি তে একটুও জল ছিল না। তাই ধানের বীজ রোপন করার পর ধান গাছের বড় হতে একটু হলেও সমস্যা হচ্ছিল। বৃষ্টি হওয়ার কারণে ধান চাষের জন্য এক ধাপ এগিয়ে থাকলকৃষকরা।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2023 8:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: অবশেষে বৃষ্টির দেখা মিলল! একটু হলেও আর্থিক সংকট থেকে বাঁচবে চাষিরা