TRENDING:

Jhargram News: রাজ্য স্তরের কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে ঝাড়গ্রামের জয়জয়কার, মিলল ৯ টি পদক

Last Updated:

শিলিগুড়িতে অনুষ্ঠিত পঞ্চম কিক বক্সিং রাজ্য চ্যাম্পিয়ন শিপে ৪ টি স্বর্ণপদক সহ ৯টি পদক অর্জন করল ঝাড়গ্রামের মেয়েরা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তন্ময় নন্দী, ঝাড়গ্রাম: খেলাধুলা বা পড়াশোনা, কোনও কিছুতেই পিছিয়ে নেই জঙ্গলমহলের এই জেলা। রাজ্য ছাড়িয়ে এবার দেশের সেরা হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে ঝাড়গ্রামের মেয়েরা। প্রত্যেক দিনই কোনও না কোনও নজির সৃষ্টি হয়। এবার জঙ্গলমহলের মানচিত্রে এক অনন্য নজির ঝাড়গ্রামে। শিলিগুড়িতে অনুষ্ঠিত হওয়া পঞ্চম কিক বক্সিং রাজ্য চ্যাম্পিয়ন শিপে স্বর্ণপদক অর্জন করল ঝাড়গ্রামের পাঁচকন্যা। উচ্ছ্বসিত ঝাড়গ্রামের ক্রিড়ামহল।
advertisement

২০২৫ এর পঞ্চম ওয়েস্ট বেঙ্গল স্টেট কিক বক্সিং চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল শিলিগুড়িতে। সেই প্রতিযোগিতায় এবারও ঝাড়গ্রামের প্রতিযোগীরা স্বর্ণপদক হাসিল করে ন্যাশনাল কিক বক্সিং জুনিয়র প্রতিযোগিতায় স্থান করে নিল। প্রতিযোগিতা চলে ৯ থেকে ১১ মে। জেলার ৯ থেকে ১৭ বছরের পাঁচ সফল প্রতিযোগী ৪টি স্বর্ণপদক, ৩টি রোপ্য ও ২টি ব্রোঞ্জ পদক জয় লাভ করেছে। সব মিলিয়ে পদক সংখ্যা ৯টি। জেলার ক্রীড়ামহল এই সাফল্যে উচ্ছ্বসিত।

advertisement

আরও পড়ুন: চলন্ত গরুর গাড়িতে গগনচুম্বীতে ঝুলে চরকি পাক খায় গাজন ভক্তরা , জানেন কোন গ্ৰামে

ঝাড়গ্রামের ছেলেমেয়েরা রাজ্য ও জাতীয় স্তরের খেলাধুলায় ধারাবাহিক সাফল্য অর্জন করছেন। রাজ্য কিক বক্সিং প্রতিযোগিতায় এবার জেলার পাঁচ কন্যা নানা বিভাগে পদক জয় করেছেন। আগামী আগস্ট মাসে গুজরাতে জুনিয়র ন্যাশনাল কিক বক্সিং প্রতিযোগিতা হবে। জেলার পাঁচ কন্যা রাজ্যের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করবে। লাবনী রাউত৩৭ কেজি ওজন বিভাগে পয়েন্ট ফাইভ ইভেন্ট স্বর্ণ পদক ও মিউজিক্যাল ফর্ম ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করেছেন। ঋষিকা দেবনাথ ২৮ কেজি ওজন বিভাগে পয়েন্ট ফাইভইভেন্টে স্বর্ণ পদক ও মিউজিক্যাল ফর্ম বিভাগেও স্বর্ণ পদক লাভ করেছেন।

advertisement

View More

আরও পড়ুন: সিঙ্গুরের লঙ্কার রফতানি হচ্ছে জাপানে! জেলার কৃষকদের মুখে ফুটছে হাসি

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তনুশ্রী চক্রবর্তী ৩৫ কেজি ওজন বিভাগের কিক লাইট ইভেন্টে স্বর্ণ পদক ও পয়েন্ট ফাইট ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করেছেন। শিল্পা হালদার ৫৮ কেজি ওজন বিভাগের পয়েন্ট ফাইট ইভেন্টে রৌপ্য পদক লাভ করেছেন। শ্রেয়া কর্মকার ৬২ কেজি ওজন বিভাগে কিক লাইট ইভেন্টে রৌপ্য ও মিউজিক্যাল ফর্ম ইভেন্টেও রুপো পদক জয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: রাজ্য স্তরের কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে ঝাড়গ্রামের জয়জয়কার, মিলল ৯ টি পদক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল