Hooghly News: সিঙ্গুরের লঙ্কার রফতানি হচ্ছে জাপানে! জেলার কৃষকদের মুখে ফুটছে হাসি
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
ভারতের লঙ্কা এক্সপোর্ট হচ্ছে জাপানে। এতেই লাভের মুখ দেখবে হুগলির কৃষকরা। জাপান মূলত ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে এতদিন কাঁচা লাল লঙ্কা এক্সপোর্ট করছিল।কিন্তু বাজার দর বেশি হওয়ায় ভারতমুখী হচ্ছে জাপানিরা।
রাহী হালদার , হুগলি: ভারতের লঙ্কা এক্সপোর্ট হচ্ছে জাপানে। এতেই লাভের মুখ দেখবে হুগলির কৃষকরা। জাপান মূলত ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে এতদিন কাঁচা লাল লঙ্কা এক্সপোর্ট করছিল।কিন্তু বাজার দর বেশি হওয়ায় ভারতমুখী হচ্ছে জাপানিরা। ২০১৯সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত মিত্র জাপানি এক সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তারা রাজ্যের সবজি ও ফল প্রসেসিং ইউনিট তৈরির পরিকল্পনা নেয়। সিঙ্গুর তাপসী মালিক কৃষক বাজারে একটি ছোট ইউনিট তৈরি করা হয়। সেই অনুযায়ী ঐ জাপানি সংস্থা রাসায়নিক ও কীটনাশক বিহীন চাষ করান চুক্তি ভিত্তিক কৃষকদের দিয়ে। বর্তমানে কলকাতা সহ বেশ কিছু শপিং মলে তাদের প্রসেসিং সবজি ও ফল বাজারজাত করা হয়।
এবার ঐ সংস্থা জাপানের মার্কেট অনুযায়ী কাঁচা লাল লঙ্কা (কাঁচা অথচ লাল রঙের)সাপ্লাইয়ের পরিকল্পনা নিয়েছে। পাইলট প্রজেক্ট হিসাবে হুগলির হরিপালে আট ধরনের প্রজাতির লঙ্কা চাষ করা হচ্ছে।যা প্রসেসিং করা হবে সিঙ্গুর থেকেই।ইতিমধ্যেই ১৬০ কিলো লাল লঙ্কা জাপানে পাঠানো হয়েছিল। আপাতত ২ প্রজাতির লঙ্কা সিলেক্ট হয়েছে।আগামীদিনে আরও লঙ্কা পাঠানো হবে। জাপানি রেস্তোরাঁগুলিতে সুপ ও বিভিন্ন খাবারে লাল রঙের কাঁচা লঙ্কার চাহিদা রয়েছে।সেই অনুযায়ী সিঙ্গুর হরিপাল সহ বিভিন্ন জায়গায় উৎপাদন বাড়ানো যায় তাহলে চাহিদা মেটানো সম্ভব।রাজ্যের কৃষকরা এগিয়ে লাভবান হবে কৃষকরা।এছাড়াও শিলিগুড়িতে সুইট পটেটো (রাঙা আলু)ইউনিট করার পরিকল্পনা করছে এই সংস্থা।
advertisement
advertisement
এর মাধ্যমে ক্যান্ডি করবে জাপান।এছাড়াও নদিয়াতে একটি সবজির প্রেসেসিং ইউনিট করা হয়েছে। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন মুখ্যমন্ত্রী সব সময় চেয়ে এসেছেন কৃষকরা ফসলের ন্যায্য দাম পাক।সিঙ্গুরে কৃষাণ বাজারে রাজ্য ও জাপানি সংস্থার উদ্যোগে ইতিমধ্যেই জৈব পদ্ধতিতে কৃষকদের চাষ করাছে।আগামীদিনে লঙ্কা বিদেশে বাজার করবে।এছাড়াও মিশন নির্মল বাংলার মাধ্যমে কৃষকদের হাতে জৈব সার তুলে দিছি।যাতে কৃষকরা আরও লাভবান হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 19, 2025 9:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সিঙ্গুরের লঙ্কার রফতানি হচ্ছে জাপানে! জেলার কৃষকদের মুখে ফুটছে হাসি