জামাইষষ্ঠীর বাজারকে সামনে রেখে জেলার প্রতিটি বাজারে নজরকাড়া মাছের পসরা দেখা যায়। সেই মতো হাওড়ার কালীবাবুর বাজারে ইলিশ, তোপসে, পমফ্রেট, পাবদা, গলদা, বাগদা রয়েছে বাজার জুড়ে। জামাইয়ের পাতে সেরা মাছ দিতে আগের দিন থেকেই বাজার মুখী মানুষ।
আরও পড়ুনঃ জামাইকে ঠকানোর জন্যই তৈরি হয়েছিল! জামাইষষ্ঠীতে জামাইয়ের পাতে অবশ্যই দিন ‘জলভরা’, জানুন মজার ইতিহাস
advertisement
শনিবার সকাল থেকে রুই, কাতলা ছেড়ে বেশিরভাগ মানুষের জামাইষষ্ঠী স্পেশ্যাল মাছের দিকে নজর বেশি। বাজারে সমস্ত রকম মাছ রয়েছে। এক কথায় মনের মতো মাছ উঠেছে কালীবাবুর বাজারে, আর তা দেখে খুশি ক্রেতারা। অনেকেই মনে করছেন ভাল জিনিস, ভাল দাম, তাই একটু বেশি হলেও ষষ্ঠীর বাজারে নাগালের মধ্যেই রয়েছে মাছের দাম। অন্যান্য বছরের তুলনায় এবার বাগদা, গলদার আমদানি কম। বাগদা ও গলদা চিংড়ি একটু দাম দিয়েই কিনতে হচ্ছে।
হাওড়ার কালীবাবুর বাজারে অন্যান্য সাধারণ দিনের তুলনায় তোপসে, বাগদা কেজিতে ২০০-৩০০ টাকা বেশি। পাবদা ৪০০-৬০০ টাকা, পমফ্রেট ৬০০-৯০০, তোপসে ১০০০-১২০০ টাকা, ২০০ গ্রাম সাইজের গলদা চিংড়ি ৮০০ টাকা কেজি এবং ১ কেজি সাইজের ইলিশ ১৪০০-১৫০০ টাকা। জামাইষষ্ঠীর আগের দিন থেকে অর্থাৎ শনিবার থেকে ষষ্ঠীর সারাদিন মাছের চাহিদা থাকে এবার বাজার অনুযায়ী চাহিদাও রয়েছে মাছের জানান, বিক্রেতা অমিত মন্ডল, রঞ্জন ঘুকু।