বারুইপুর স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন ভোট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির জগদ্ধাত্রী পুজো মন কেড়েছে এলাকার মানুষের। তাদের দ্বিতীয় বর্ষের এবছরের জগদ্ধাত্রী পুজোর থিম এক টুকরো চন্দননগর।
চন্দননগরকে পাল্লা দিতেই তাদের এ বছরের ভাবনা। এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলিউড অভিনেত্রী পুনম ধিলোঁ।
আরও পড়ুন Fire Momo: আগুনে জ্বলছে মোমো! মোমোর বাজারে নতুন, খেতেও অন্যরকম তিব্বতী খাবার!
advertisement
মূলত পূজোর মূল আকর্ষণ চন্দননগর আলোকসজ্জার মাধ্যমে বারাইপুর শহরের দুই রাস্তা ভরিয়ে তোলা হয়েছে। তার পাশাপাশি কুমোরটুলির প্রতিমা রয়েছে। লোক শিল্প আদলে তৈরি হয়েছে মণ্ডপ যা মানুষের মন কারবে। মূলত চন্দননগরের নিয়মে ষষ্ঠী থেকে দেবীর বোধন শুরু করে এই পুজো কমিটি।এ ব্যাপারে পুজো কমিটির এক সদস্য বলেন যে চন্দননগরকে টেক্কা দিতে আমরা কোন অংশেই পিছিয়ে নেই!
জগদ্ধাত্রী পুজো চন্দনগরের প্রধান ভিত্তিই হল ঐতিহ্য ঝলমলে আলোকসজ্জা। আর তাই আমাদের ভাবনা এক টুকরো চন্দননগর। সেভাবেই চন্দননগরের মতন করেই আলোক সজ্জায় ভরিয়ে তোলা হয়েছে গোটা বারইপুর এলাকা।
সুমন সাহা