Fire Momo: আগুনে জ্বলছে মোমো! মোমোর বাজারে নতুন, খেতেও অন্যরকম তিব্বতী খাবার!
- Reported by:HARASHIT SINGHA
- hyperlocal
- Edited by:Pooja Basu
Last Updated:
অন্যান্য সাধারণ মোমোর থেকে স্বাদ একেবারেই অন্যরকম। চিকেন বা ভেজ দুই ধরণের মোমোই ফায়ার মোমো হয়। দামও খুব একটা বেশি না, ভেজ ফায়ার মোমোর দাম ৪০ টাকা। চিকেন ফায়ার মোমোর দাম ৫০ টাকা।
মালদহ: আগুনের শিখা জ্বলে উঠছে। সেখানেই ফ্রাই হচ্ছে মোমো। বিভিন্ন মশলা দিয়ে ভাল ভাবে ফ্রাই হচ্ছে চিকেন বা ভেজ মোমো। বিশেষ পদ্ধতিতে আগুনে ফ্রাই মোমো স্বাদ সাধারণ ফ্রাই মোমোর থেকে সম্পূর্ণ আলাদা। তাইতো সাধারণ মানুষ এখন এই ফায়ার মোমো খেতেই ভিড় করছেন।
বিশেষ পদ্ধতিতে আগুন ভাজা হচ্ছে এই মোমো, তাই বিক্রেতা নাম দিয়েছেন ফায়ার মোমো। মালদহের হবিবপুর ব্লকের আইহো বাজারে এখন এই ফায়ার মোমোর চাহিদা ব্যাপক। শীতের শুরুতেই এই অভিনব মোমো আকর্ষণীয় করছে ক্রেতাদের। বিক্রেতা প্রণব সিংহ বলেন, “একমাত্র আমার দোকানেই এই মোমো পাওয়া যায়। আমি আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকেই তৈরি করছি। ক্রেতাদের মধ্যেও ভাল সাড়া মিলছে, অনেকেই এখানে এই মোমো খেতে আসছেন।”
advertisement
আরও পড়ুনChhath Puja 2023: উড়বে ড্রোন, পুলিশি ব্যারিকেড! ছট পুজোর বিরাট আয়োজন মহানন্দার তীরে
বর্তমানে প্রতিযোগিতার বাজার। সাধারণ স্টিম মোমো বিক্রি হলেও ফ্রাই মোমো, ডাম্পিলং মোমো, আচারী মোমো সহ বিভিন্ন মোমো এখন দোকানে দোকানে মিলছে। নিত্যনতুন মোমো ক্রেতাদের কাজে তুলে ধরতে বিক্রেতাদের মধ্যেও চিন্তা ভাবনার লড়াই শুরু হয়েছে। এই ভাবনা থেকেই আইহো বাজারের মোমো বিক্রেতা প্রণব সিংহের এমন উদ্যোগ। অনান্য ফ্রাই মোমোর থেকে একটু আলাদা পদ্ধতিতে তৈরি হচ্ছে এই ফায়ার মোমো।
advertisement
advertisement
প্রথমে ছাঁকা তেলে মোমো ফ্রাই করা হচ্ছে। তারপর কড়াইয়ে হালকা তেল দিয়ে সেখানে বিভিন্ন রকম মশলা দেওয়া হচ্ছে। বিক্রেতা নিজের চিন্তা ভাবনা থেকেই এই মলশা তৈরি করেছেন। মশলা ভাজার সময় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে কড়াইয়ে। বিশেষ এই মশলা তেলে দিতেই আগুন জ্বলে উঠছে। তারপর ভাল ভাবে মশলা ভেজে মোমো দেওয়া হচ্ছে। এই ভাবেই তৈরি হচ্ছে এই ফায়ার মোমো। প্রণব সিংহ বলেন, প্রতিযোগিতার বাজার। অন্যান্য বিক্রেতারাও বিভিন্ন প্রকারের মোমো বিক্রি করছেন। তাই আমি আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে ফায়ার মোমো তৈরি করছি। নিজস্ব মশলা দিয়ে তৈরি করছি।
advertisement
অন্যান্য সাধারণ মোমোর থেকে স্বাদ একেবারেই অন্যরকম। চিকেন বা ভেজ দুই ধরণের মোমোই ফায়ার মোমো হয়। দামও খুব একটা বেশি না, ভেজ ফায়ার মোমোর দাম ৪০ টাকা। চিকেন ফায়ার মোমোর দাম ৫০ টাকা। দাম স্বাভাবিক হওয়ায় সকলেই এই মোমো কিনে খেতে পারছেন। বাজারের অনান্য মোমোর থেকে এই ফায়ার মোমোর চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দূর দূরান্তের মানুষ এখানে আসছেন ফায়ার মোমোর টানে।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2023 2:57 PM IST