TRENDING:

North 24 Parganas News: মাতৃহারা কিশোরের তৈরি জগদ্ধাত্রীর আরাধনা এগিয়ে এল সোদপুর নাটাগড়ের গোটা পাড়া

Last Updated:

সোদপুর নাটাগড়ে সকলে মিলে আলো দিয়ে সাজিয়ে, গান বাজিয়ে, ফলমূল প্রসাদ দিয়ে পুজো হচ্ছে বছর ১৪ রাজ হালদারের নিজের হাতে তৈরি জগদ্ধাত্রী প্রতিমা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: মা না থাকা ছেলেটি ছোট থেকেই বাবা ঠাকুমার কাছে মানুষ। কিন্তু আজ পাড়া-প্রতিবেশীদের কাছে, বছর চোদ্দর রাজ হালদার যেন মধ্যমণি হয়ে উঠেছে। সোদপুর নাটাগর মহেন্দ্রনগর কল্যাণ সমিতি ক্লাব এলাকার প্রায় ১০০ টি পরিবার আজ একত্রিত হয়ে মেতে উঠেছে উৎসবের আনন্দে। যার কারণ বছর ১৪ রাজ হালদারের নিজের হাতে তৈরি জগদ্ধাত্রী প্রতিমা ও তাকে ঘিরে পুজো উপলক্ষে।
advertisement

আরও পড়ুন:  রাতের অন্ধকারে অশোকনগরে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস! কবে থেকে কোন রুটে চলবে? কৌতুহল বাড়ছে

ঘিঞ্জি এলাকা হওয়ায় পুজো করার মতো বড় জায়গা নেই। দীর্ঘ প্রায় ত্রিশ বছর আগে গড়ে ওঠা এই এলাকায় দুর্গাপুজো ও কালীপুজো হলেও, হত না জগদ্ধাত্রী পুজো। আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবেশী কিশোরের হাতে তৈরি এই জগদ্ধাত্রী প্রতিমার পুজো ঘিরে যেন সকলেই মেতে উঠেছেন আনন্দে। নবম শ্রেণীর পড়ুয়া রাজ হালদার জানায়, কোনরকম প্রশিক্ষণ ছাড়াই প্রতিমা গড়ার ইচ্ছা থেকে, জগদ্ধাত্রী প্রতিমার রূপ দিয়েছে সে। আর নিজে হাতে তৈরি প্রতিমাই খড়ের বিচুলি দেওয়া ছোট্ট প্যান্ডেল করে সেখানে পুজো করছে রাজ নিজে।

advertisement

আরও পড়ুন: রাত জাগার অভ‍্যাস! কোন সর্বনাশ ডেকে আনছেন জানেন? নি:শব্দে হানা দিচ্ছে এইসব রোগ

View More

পাড়া প্রতিবেশীরাই এগিয়ে এসে পাশে দাঁড়িয়েছে ছোট্ট এই মা না থাকা কিশোরের কর্মকাণ্ড দেখে। সকলে মিলে আলো দিয়ে সাজিয়ে, এমনকি গান বাজিয়ে প্রতিদিন ফলমূল প্রসাদ দিয়ে চলছে পুজো। সকলে একত্রিত হয়ে নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করছে মহেন্দ্রনগর এর ছোট্ট এই এলাকার বাসিন্দারা। আর সবটাই রাজের এই প্রতিমা তৈরি ও এলাকার কচিকাঁচাদের সঙ্গ দিতে। এদিন দেখা গেল পুজো উপলক্ষে এলাকাবাসীদের উদ্যোগে রীতিমতো সকলে মিলে খিচুড়ি প্রসাদ রান্না করা হয়েছে।

advertisement

এলাকার ছেলের এই প্রতিভাকে স্বীকৃতি দিতে এবার থেকে প্রতিবছরই রাজের হাতে তৈরি জগদ্ধাত্রী প্রতিমা পুজো করা হবে বলেও দাবি করা হয়  কনিকা বিশ্বাস, সবিতা সাহাদের মত স্থানীয়দের তরফে। শত কষ্টের মধ্যে থেকেও যে আনন্দ খুঁজে নেওয়া যায়, তা এই সোদপুর মহেন্দ্রনগর কল্যাণ সমিতি ক্লাব এলাকায় না আসলে বোঝাই যাবে না। আর এখন এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে যেন উৎসবের চেহারা গোটা এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Rudra Nrayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: মাতৃহারা কিশোরের তৈরি জগদ্ধাত্রীর আরাধনা এগিয়ে এল সোদপুর নাটাগড়ের গোটা পাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল