Vande Bharat: রাতের অন্ধকারে অশোকনগরে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস! কবে থেকে কোন রুটে চলবে? কৌতুহল বাড়ছে

Last Updated:

Vande Bharat: রাতের অন্ধকারে অশোকনগরের রাস্তায় বন্দে ভারত এক্সপ্রেস! দেখেই দাঁড়িয়ে যাচ্ছেন সকলে...

+
রাস্তায়

রাস্তায় বন্দে ভারত

অশোকনগর: রাতের অন্ধকারে অশোকনগরের রাস্তায় হঠাৎই দেখা গেল বন্দে ভারত এক্সপ্রেস। রাস্তার ধারে বন্দে ভারত এক্সপ্রেস দেখে দাঁড়িয়ে গেলেন সকলে। নীল সাদা রংয়ের হুবহু যেন বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে অশোকনগর কল্যাণগড় বেকারি পট্টি এলাকায়। রাস্তার উপরেই রেললাইনে বন্দেভারতের এক্সপ্রেসের তিনটি বগি দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন সকলে। পথ চলতি মানুষজন দাঁড়িয়ে দেখছেন, ছবি তুলছেন এই বন্দে ভারত ট্রেনের সঙ্গে।
নীল সাদা ট্রেনের বগিতে লেখা, ভারতীয় রেল বন্দে ভারত-সহ ট্রেনের কোচ নম্বরও। ট্রেনের বগিগুলিতে লাগানো রয়েছে কালো কাচের জালানা। ট্রেনের ছাদে রয়েছে প্যান্টোগ্রাফ। এই বন্দে ভারতের দেখা মিলছে, রাস্তার উপর পাতা ছোট লাইনের উপর। ডিজেল ইঞ্জিনের সাহায্যে চালানো হবে এই বন্দে ভারত ট্রেন। তার জন্য তৈরি হচ্ছে স্টেশন।
আরও পড়ুনঃ এ বারে শান্তিনিকেতনের মেলার মাঠেই ফের পৌষমেলা? উপাচার্য বদলি হতেই বড় পদক্ষেপের ইঙ্গিত
জানা গিয়েছে, এই বন্দেভারত ট্রেন ব্যবহার হবে অশোকনগর কল্যাণগড়ের জনপ্রিয় জগদ্ধাত্রী পুজোর একটি মণ্ডপের থিম হিসেবে।  সেখানেই চালানো হবে এই বন্দে ভারত ট্রেন। একসঙ্গে প্রায় কুড়ি জন এই ট্রেনে চড়তে পারবেন সকলেই, তাও আবার বিনামূল্যে। উদ্যোক্তাদের তরফে ট্রেনের দর্শনার্থীদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে।
advertisement
advertisement
ইতিমধ্যেই এই বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে কৌতুহল বেড়েছে অশোকনগরের বাসিন্দাদের। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে বন্দেভারতের ছবি, আর তা দেখেই এখন কল্যানগড়ে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। মনে করা হচ্ছে এ বারের জগদ্ধাত্রী পুজোয় অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে এই বন্দে ভারত এক্সপ্রেস।
Rudra Nrayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vande Bharat: রাতের অন্ধকারে অশোকনগরে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস! কবে থেকে কোন রুটে চলবে? কৌতুহল বাড়ছে
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement