TRENDING:

বনাঞ্চল থেকে লোকালয়ে এসেই বিপত্তি, তার পর কী হল এই প্রাণীর!

Last Updated:

Wild Life- রঘুনাথপুর বনাঞ্চল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে , খবর পাওয়া মাত্রই তারা তৎক্ষণাৎ ঘটনার স্থলে পৌঁছে পূর্ণবয়স্কগন্ধগোকুলটিকে উদ্ধার করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া ‌: বেশ চড়ে বেড়াচ্ছিল বন জঙ্গলে। লোকালয়ে এসেই বাঁধাল বিপত্তি।‌ রীতিমতো তাকে ঘিরে হইচই কাণ্ড বেঁধে গেল এলাকায়। তাকে দেখতে ভিড় জমিয়ে ছিল বহু মানুষ।
গন্ধগোকুল উদ্ধার
গন্ধগোকুল উদ্ধার
advertisement

খাবারের সন্ধানে লোকালয়ে এসে গর্তে আটকে পড়েছিল একটি গন্ধগোকুল। আর তা নজরে আসতেই কয়েক ঘন্টায় প্রচেষ্টায় সেই বন্যপ্রাণকে উদ্ধার করল বনকর্মীরা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কংসাবতী উত্তর বনবিভাগের রঘুনাথপুর বনাঞ্চল এলাকায়। ‌

আরও পড়ুন- ঘূর্ণিঝড়ের অশনি সঙ্কেত! শক্তিশালী ডানার তাণ্ডবে চিন্তায় দিঘা, কাঁথি..

বনদফতর সূত্রে জানা গিয়েছে , এদিন দুপুরে এলাকার মানুষেরা দেখতে পান ওই বন্যপ্রাণটিকে। ‌ এলাকারই গলির এটি গর্তের মধ্যে আটকে পড়ে ছটফট করতে থাকে বন্যপ্রাণ।

advertisement

রীতিমতো তাকে দেখে হইহই পড়ে যায় সর্বত্র। তৎক্ষণাৎ এলাকাবাসীরা খবর দেয় বনদফতরে। খবর পাওয়ার পর বলকর্মীরা সেই জায়গায় এসে। উদ্ধার করে নিয়ে যায় ওই গন্ধগোকুলটিকে। এলাকাবাসীরা যথেষ্ট সহযোগিতা করেছেন বনদফতরকে। ‌

রঘুনাথপুর বনাঞ্চল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে , খবর পাওয়া মাত্রই তারা তৎক্ষণাৎ ঘটনার স্থলে পৌঁছে পূর্ণবয়স্কগন্ধগোকুলটিকে উদ্ধার করেছেন। বর্তমানে এই বন্যপ্রাণ রঘুনাথপুর বনাঞ্চলের নজরদারিতে রয়েছে বলে জানা গিয়েছে। বন্যপ্রাণটি সুস্থ অবস্থাতেই রয়েছে। গর্তে আটকে থাকলেও তার বিশেষ কোনওক্ষতি হয়নি।

advertisement

আরও পড়ুন- প্রায় ৭ দিন প্লাস্টিক জারে মুখ বন্ধ শিয়ালের! তারপর যা ঘটল… চোখে জল আসবে

পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গন্ধগোকুল। চাষের জমিকে ক্ষতিকারক পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে তারা।

মূলত পোকামাকড়, মাছ, ইঁদুর, ব্যাঙ এই সমস্ত প্রাণীদের শিকারকরে নিজেদের জীবন নির্বাহ করে তারা। এটি একটি বন্যপ্রাণ। লোকালয়ে এদের খুব কমই দেখা যায়। জেলা পুরুলিয়ার অনেক জায়গা বনজঙ্গলে ঘেরা। তাই খুব সহজেই এদের দেখা মেলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বনাঞ্চল থেকে লোকালয়ে এসেই বিপত্তি, তার পর কী হল এই প্রাণীর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল