TRENDING:

ISKCON Rath Yatra 2025: ইসকনের রথে এ বছর বিরাট চমক! চাকা দেখলেই তাক লেগে যাবে! রথ-যুদ্ধবিমান মিলেমিশে একাকার

Last Updated:

ISKCON Rath Yatra 2025: ৫৪ বছর আগে ডানলপ সংস্থা তিনটি পৃথক রথের চাকা সরবরাহ করেছিল। তখন ব্যবহৃত হয়েছিল বোয়িং-৭৪৭ বিমানের চাকা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চাকাগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ে। ২০০৯ সালেই ডানলপ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এই বিষয়ে অবগত করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতার ইসকনের রথযাত্রা বরাবরই ভক্ত ও দর্শনার্থীদের কাছে এক বড় ধর্মীয় উৎসব। এবার সেই রথযাত্রায় যুক্ত হতে চলেছে এক অভিনব সংযোজন। ভারতীয় বায়ুসেনার সুখোই যুদ্ধবিমানে ব্যবহৃত ‘ফোর্থ জেনারেশন’ চাকায় ভর করেই চলবে ইসকনের রথ।
advertisement

ইস্কন সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ জুন রথযাত্রার দিন এই চাকা বসানো তিনটি রথই পথে নামবে। ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির এই মেলবন্ধন ইতিমধ্যেই কৌতূহল জাগিয়েছে ভক্তমহলে। প্রতি বছরের মতো এ বছরও জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে পৃথক তিনটি রথে বসিয়ে রথযাত্রা আয়োজন করছে কলকাতা ইসকন।

আরও পড়ুনঃ জমিদারি আমলের ইতিহাস আজও কথা বলে! কলকাতার কাছেই সপ্তাহান্তে বেড়াতে যেতে চান? এখানে ঘুরে আসুন

advertisement

এতদিন যে রথগুলি চালু ছিল, সেগুলিতে ব্যবহৃত হচ্ছিল প্রায় পাঁচ দশক পুরনো বোয়িং-৭৪৭ বিমানের চাকা। ইসকনের তরফে জানানো হয়েছে, প্রায় ৫৪ বছর আগে ডানলপ সংস্থা তিনটি পৃথক রথের চাকা সরবরাহ করেছিল। তখন ব্যবহৃত হয়েছিল বোয়িং-৭৪৭ বিমানের চাকা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চাকাগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ে। ২০০৯ সালেই ডানলপ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এই বিষয়ে অবগত করা হয়।

advertisement

View More

আরও পড়ুনঃ জুনেই রাজ্যের সব বাড়িতে পৌঁছবে দিঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ! কীভাবে পাবেন ঘরে বসে? প্রসাদের বাক্সে কী কী থাকবে? জানুন

তবে ডানলপ জানিয়ে দেয়, তারা বহুদিন আগেই বোয়িং চাকার উৎপাদন বন্ধ করে দিয়েছে। ফলে নতুন চাকা খুঁজে নেওয়া ছাড়া উপায় ছিল না। এরপর ইসকন যোগাযোগ করে এমআরএফ চাকা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে। তারা লিখিতভাবে প্রস্তাব দেয়, সুখোই যুদ্ধবিমানের চাকা রথে বসাতে চায় তারা। যদিও প্রথমদিকে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে, সেনা ব্যবহৃত চাকা কীভাবে অসামরিক ব্যবহারে লাগান যাবে! কিন্তু শেষপর্যন্ত সব দিক বিবেচনা করে অনুমতি মেলে। ফলে এবার যুদ্ধবিমানের চাকায় ভর করে জগন্নাথের এই রথের দিকেই নজর থাকবে সকলের বলে মনে করা হচ্ছে।

advertisement

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ISKCON Rath Yatra 2025: ইসকনের রথে এ বছর বিরাট চমক! চাকা দেখলেই তাক লেগে যাবে! রথ-যুদ্ধবিমান মিলেমিশে একাকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল