Digha Jagannath Temple Prasad: জুনেই রাজ্যের সব বাড়িতে পৌঁছবে দিঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ! কীভাবে পাবেন ঘরে বসে? প্রসাদের বাক্সে কী কী থাকবে? জানুন
- Reported by:Saradindu Ghosh
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Digha Jagannath Temple Prasad: বাড়ি বাড়ি পৌঁছে যেতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। মিষ্টির বাক্সে করে পাঠানো হবে প্রসাদ। তাতে থাকছে একটি গজা, একটি প্যাড়া ও জগন্নাথ মন্দিরের ছবি। এ মাসের ১৭ থেকে ২৭ জুন বাড়ি বাড়ি এই প্রসাদ বিলি করা হবে।
*এমাসেই বাড়ি বাড়ি পৌঁছে যেতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। মিষ্টির বাক্সে করে পাঠানো হবে প্রসাদ। তাতে থাকছে একটি গজা, একটি প্যাড়া ও জগন্নাথ মন্দিরের ছবি। এ মাসের ১৭ থেকে ২৭ জুন বাড়ি বাড়ি এই প্রসাদ বিলি করা হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২৭ জুন রথযাত্রা। তাই সেদিনের মধ্যে এই প্রসাদ বন্টন শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement








