TRENDING:

মায়াপুরের চমক বাঁকুড়ায়! কাতারে কাতারে লোক আসছেন একটিবার দর্শনের জন্য, জেলা জুড়ে শোরগোল

Last Updated:

Bankura Durga Puja: ২৬'তম বর্ষে পদার্পণ করল বাঁকুড়ার সিমলাপাল সর্বজনীন শারদোৎসব কমিটির দুর্গাপুজো। এবছরের বিশেষ আকর্ষণ, মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি বিশাল পুজো প্যান্ডেল। এর সঙ্গে রয়েছে সাবেকি দুর্গা প্রতিমা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিমলাপাল, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: সিমলাপাল লাল ময়দানে জমজমাট আয়োজন। ২৬’তম বর্ষে পদার্পণ করল বাঁকুড়ার সিমলাপাল সর্বজনীন শারদোৎসব কমিটির দুর্গাপুজো। প্রতি বছরই অভিনব থিমে দর্শনার্থীদের চমক দিয়ে এসেছে এই পুজো কমিটি। এবছরের বিশেষ আকর্ষণ, মায়াপুর  ইসকনের চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি বিশাল পুজো প্যান্ডেল। এর সঙ্গে রয়েছে সাবেকি দুর্গা প্রতিমা। যা সিমলাপালের শিল্পী গোপাল সরকারের নিপুণ হাতে তৈরি। পুজোর বাজেট প্রায় বাইশ লক্ষ টাকা।
advertisement

২০০০ সাল থেকে শুরু হওয়া এই পুজো আজ এলাকার সার্বজনীন উৎসব হিসেবে পরিচিত। উদ্যোক্তাদের দাবি, প্রায় আশিটি পরিবারের আর্থিক সহায়তায় এই পুজোর খরচ বহন করা হয়। বাইরে থেকে কোনও চাঁদা তোলা হয় না। তবে রাজ্য সরকারের অনুদান পাওয়া যায়।

আরও পড়ুনঃ বন্দি নয়, মুক্ত করুণ! বাঁচার অধিকারের লড়াই ‘এই’ মণ্ডপের আনাচেকানাচে, ‘ইচ্ছেডানা’য় ভর করে অভিনব উদ্যোগ

advertisement

পুজোর মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান। ষষ্ঠীর দিন বর্ণাঢ্য উদ্বোধনের পাশাপাশি বস্ত্র বিতরণ কর্মসূচি দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। সপ্তমীতে থ্যালাসেমিয়া সচেতনতা মূলক নাটিকা, তারপর স্থানীয় শিল্পীদের নাচ, আবৃত্তি ও গান। অষ্টমীতে পরিবেশিত হবে অরিজিৎ মুখার্জির কীর্তন সম্প্রদায়ের অনুষ্ঠান। নবমীর দিন সুর সঙ্গম অর্কেস্ট্রার মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা, আর দশমীতে জমে উঠবে দেবলীনা ভাদুড়ি ও ইপ্সিতা পারিকরের গানে। এছাড়াও একাদশীতে থাকছে কলকাতার জনপ্রিয় যাত্রাপালা।

advertisement

View More

আরও পড়ুনঃ দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির এবার আসানসোলেই! বিগ বাজেটের পুজোয় চোখ ধাঁধানো চমক, ভাবছেন কীভাবে যাবেন? এক ক্লিকে রুট ম্যাপ

পুজো উদ্যোক্তারা জানান, প্রতি বছর প্রায় দেড় থেকে দুই লক্ষ দর্শনার্থী এই পুজো মণ্ডপে ভিড় জমান। এবছরেও সমান সাড়া মিলবে বলেই আশা। বৃষ্টির আশঙ্কা থাকলেও মাঠে মাটি ও বালি ফেলে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য থাকছে কমিটির প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক এবং সিভিক ভলান্টিয়ার টিম।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

প্রশাসনের তরফেও সহযোগিতার আশ্বাস মিলেছে। উদ্যোক্তাদের কথায়, ‘আমাদের পুজোতে কখনও কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এবছরও নিরাপদ, আনন্দঘন পরিবেশে পুজো উদযাপিত হবে’।এভাবেই থিম, প্রতিমা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাহারে সিমলাপালের দুর্গোৎসব রূপ নিচ্ছে জেলার অন্যতম আকর্ষণে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মায়াপুরের চমক বাঁকুড়ায়! কাতারে কাতারে লোক আসছেন একটিবার দর্শনের জন্য, জেলা জুড়ে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল