TRENDING:

Vidyasagar: বিদ্যাসাগরের জন্মদিনে মূর্তির পাদদেশে পড়ল চাঞ্চল্যকর পোস্টার,কী লেখা তাতে!

Last Updated:

বিদ্যাসাগরের পায়ের কাছে শ্রদ্ধার্ঘ ফুলের সঙ্গেই কোনও এক অজ্ঞাত পরিচিত মহিলা লাগিয়ে গেছেন একটি পোস্টার ! যাতে লেখা আছে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: বিদ্যাসাগরের জন্মদিনে তারই মূর্তির পাদদেশে পড়ল চাঞ্চল্যকর পোস্টার। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আজকের এই বিশেষ দিনে। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান-সহ পুরপ্রতিনিধিরা হতবাক হলেন পুরসভা থেকে বিদ্যাসাগরের গলায় মালা দিতে এসে।
বিদ্যাসাগরের জন্মদিনে মূর্তির পাদদেশে পড়ল চাঞ্চল্যকর পোস্টার,কী লেখা তাতে!
বিদ্যাসাগরের জন্মদিনে মূর্তির পাদদেশে পড়ল চাঞ্চল্যকর পোস্টার,কী লেখা তাতে!
advertisement

সূর্য উঠুক আর নাই উঠুক তখন দুপুর অর্থাৎ কাঁটায় কাঁটায় ১২:০৫ । শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক সিআইসি মেম্বার শুভজিৎ দে-সহ কাউন্সিলর উৎপল সাহা প্রশান্ত গোস্বামী এবং পৌর প্রতিনিধিগন পৌরসভা থেকে কিছুটা দূরে যেতে গিয়ে কলা তীর্থের সামনে পৌরসভা থেকেই সম্প্রতি স্থাপন করা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এবং রাজা রামমোহন রায়ের মূর্তিতে মাল্যদান করেন।

advertisement

আরও পড়ুন: সেমিনার রুমেই নাকি অন্য কোথাও নির্যাতিতাকে ধর্ষণ-খুন? জায়গা ধরে ফেলল সিবিআই? বড় মোড়

আজকের এই বিশেষ দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান উল্লেখ করেন দয়ার সাগরের জীবনে নানান কষ্ট ও যন্ত্রণার কথা এবং সেগুলোকে পাথেয় করেই সমাজ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলার আহ্বান জানান।তবে বিদ্যাসাগরের পায়ের কাছে শ্রদ্ধার্ঘ ফুলের সঙ্গেই কোনও এক অজ্ঞাত পরিচিত মহিলা লাগিয়ে গেছেন একটি পোস্টার ! যাতে লেখা আছে “শুভ জন্মদিন এনাদের মাথায় ছাদ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি” তলায় লেখা জনৈকা।

advertisement

View More

তবে সূর্য মধ্য গগনে না দেখা গেলেও ঘড়ির কাঁটা ছুঁয়েছে বারোটায়, সাড়ে দশটায় সুচি থাকলেও কাল বিলম্ব কেনো, সে প্রসঙ্গে তিনি জানান প্রথমত প্রাকৃতিক বিপর্যয় সকাল থেকেই লেগে রয়েছে বৃষ্টি। তার ওপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের জন্য দেরি হয়েছে।

আরও পড়ুন: শক্তি হারাচ্ছে নিম্নচাপ! কবে বিদায় নেবে অকাল বর্ষা? পুজোয় ‘আশার রোদ’ দেখা যাবে কি? আবহাওয়ার নতুন আপডেট জেনে নিন

advertisement

অন্যদিকে পোস্টারের বিষয়ে তিনি বলেন এটা কোনও সুস্থ চিন্তা ভাবনা হতে পারে না পোস্টার যিনি মেরে থাকুক না কেন তিনি পুরসভায় লিখিতভাবে অথবা মৌখিকভাবে জানাতে পারতেন। তবে সৌন্দর্যের কথা ভেবে সবসময় মাথার উপর যেমন তেমন ছাউনি করা যায় না তবে পুরসভার সকল কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে যেমন মূর্তি বসানো হয়েছে তেমনই সকলের সঙ্গে আলোচনা ভিত্তিক আগামীতে মাথার উপর ছাউনি দেওয়া যায় কিনা সেটাও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vidyasagar: বিদ্যাসাগরের জন্মদিনে মূর্তির পাদদেশে পড়ল চাঞ্চল্যকর পোস্টার,কী লেখা তাতে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল