RG Kar Update: সেমিনার রুমেই নাকি অন্য কোথাও নির্যাতিতাকে ধর্ষণ-খুন? জায়গা ধরে ফেলল সিবিআই? বড় মোড়
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
RG Kar Update: আরজি করে তরুণী চিকিত্সককে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে নয়া মোড়। সেমিনার রুমে উদ্ধার করা হয় তরুণী চিকিত্সকের মৃতদেহ। কিন্তু সেমিনার রুমেই কি আদৌ খুন করা হয়েছিল নির্যাতিতাকে? তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
কলকাতা: আরজি করে তরুণী চিকিত্সককে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে নয়া মোড়। সেমিনার রুমে উদ্ধার করা হয় তরুণী চিকিত্সকের মৃতদেহ। কিন্তু সেমিনার রুমেই কি আদৌ খুন করা হয়েছিল নির্যাতিতাকে? তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
সূত্রের খবর অনুযায়ী, ডিজিটাল তথ্যপ্রমাণে ভর করেই এবার মূল ঘটনাস্থলের খোঁজে সিবিআই। সেমিনার রুম না কি অন্যত্র, কোথায় খুন হয়েছিলেন পড়ুয়া চিকিৎসককে? তদন্তের শুরু থেকেই বারবার উঠে এসেছে এই প্রশ্ন। এবার ক্যাজুয়ালটি ব্লকের নির্দিষ্ট একটি জায়গা সিবিআই নজরে।
আরও পড়ুন: ‘১২ হাজার পুলিশ কর্মীর নিয়োগ বন্ধ ছিল’, নবান্ন থেকে বড় ঘোষণা মমতার! সোমবার আসছে ‘নির্দেশ’
advertisement
advertisement
পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স থেকে এমনই ইঙ্গিত করছে বলে দাবি সিবিআইয়ের। ক্যাজুয়ালটি ব্লকের এই জায়গাতেই কী তাহলে খুন করা হয় নির্যাতিতাকে? এবিষয়ে যদিও সুনিশ্চিতভাবে এখনও কিছু জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন: মোবাইলের নেশায় আসক্ত বাড়ির খুদে? এই ৫ টিপস্ কাজে লাগান, নিজে থেকেই ফোন দেখা ছেড়ে দেবে সন্তান
advertisement
সুনির্দিষ্টভাবে মূল ঘটনাস্থলের সন্ধান পেতে বেশ কিছু ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় সিবিআই। কয়েকজন সন্দেহভাজনের মোবাইল টাওয়ার ডাম্পিং রিপোর্টের অপেক্ষায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2024 9:47 PM IST