আর এই দিন শওকত মোল্লার হাত ধরে শকুন্তলা এলাকার আইএসএফ বুথ সভাপতি সহ প্রায় ১০০ জন আইএসএফ কর্মী আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করেন। আইএসএফ কর্মীদের দাবি, আইএসএফ পার্টি খুব বেশি স্ট্রং নয়, তৃণমূল পার্টি খুব স্ট্রং, তার জন্যই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করেছি।
আরও পড়ুন: রেশন দুর্নীতির সঙ্গে বিহারের পশু খাদ্য দুর্নীতির যোগ! ইডি তদন্তে চাঞ্চল্যকর মোড়
advertisement
তবে এ বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, ভাঙড়ে যে সমস্ত আইএসএফের ছেলেরা ছিল, তার মধ্যে ৮০% আইএসএফের কর্মীরা তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন।
আরও পড়ুন: এই সবজি দেখলেই নাক কুঁচকে যায়! উপকারের কথা জানলে এবার থেকে রোজ খাবেন
তবে এ বিষয়ে আইএসএফের জেলা পরিষদের সদস্য রাইনুর হক বলেন, আমাদের কর্মীদের কর্মক্ষেত্রে এবং পারিবারিকভাবে আক্রমণ করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কয়েকজন কর্মী চলে গিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দলের কোন ক্ষতি হয়নি। তারা পুনরায় আবার ফিরে আসবে।