স্থানীয়দের দাবি রাখলেন বিধায়ক হুমায়ুন কবীর। দাবি মতো, ৮ দিনের মাথায় সেচ দফতরের উদ্যোগে পাম্প পেল এলাকাবাসী। প্রথম পর্যায়ে তিনটি বড় পাম্প দেওয়া হচ্ছে। এতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১১ মৌজার জল পাম্পের সাহায্যে খালে ফেলা যাবে। বর্তমানে বিহারী চক এলাকায় বসলো সেই পাম্প।
আরও পড়ুনঃ পুজোর মুখে চরম সর্বনাশ! আগুনে ভস্মীভূত দোকানপাট, লক্ষ লক্ষ টাকার ক্ষতি! মাথায় হাত ব্যবসায়ীদের
advertisement
এলাকার বিধায়ক ডঃ হুমায়ুন কবীরকে জানিয়েই উপকৃত হয়েছেন বলে জানাচ্ছেন এলাকার মানুষজন। এদিন বিধায়কের উপস্থিতিতেই পাম্প চালু করা হয়। ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, এলাকার প্রধান ছায়া শিং, ৭ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান পুলক সামই, পঞ্চায়েত সদস্য অর্জুন সাউ, অরুণ সামন্ত-সহ অন্যান্যরা। পাম্প পেয়ে রীতিমত খুশি এলাকার চাষিরা। তবে তারা দাবী জানিয়েছেন আরও কয়েকটি পাম্প লাগবে এবং এই পাম্পগুলি যদি স্থায়ী ভাবে বসিয়ে দেওয়া হয় তাহলে তারা খুবই উপকৃত হবেন।
আরও পড়ুনঃ কাকদ্বীপে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু! স্বামী ‘খুনে’ যোগ স্ত্রীর? উত্তেজিত জনতার রোষের কবলে মহিলা
ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর জানান, ‘আপাতত আমরা সেচ দপ্তরের সঙ্গে কথা বলে পাম্পগুলির ব্যাবস্থা করেছি। পাশাপাশি আরও পাঁচটি সুইস গেট বসবে। পাম্পগুলিকে যাতে স্থায়ী ভাবে রাখা যায় সেই ব্যাবস্থা করার উদ্যোগ নেব’।