অযোধ্যা রাম মন্দির উদ্বোধন লাইভ কভারেজ । Ayodhya Ram Mandir Inauguration LIVE
আরও পড়ুন: প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা, লক্ষ্য পূরণে একাধিক পদক্ষেপ
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ হিসেবে অক্ষত চাল পাঠানো হল পূর্ব মেদিনীপুর জেলায়। কোলাঘাট ব্লকের অন্তর্গত দেঁড়িয়াচক গ্রামে প্রায় ৫০০ বছরের প্রাচীন গোবর্ধনধারী মন্দিরে রবিবার অযোধ্যা থেকে আমন্ত্রণ পত্রের পাশাপাশি মহাকলস ও প্রসাদী চাল এসে পৌঁছয়। কোলাঘাটের এই গোবর্ধনধারী মন্দির থেকেই এলাকার বাড়ি বাড়ি পৌঁছে যাবে আমন্ত্রণ পত্র সহ অযোধ্যার রাম মন্দিরের মহাপ্রসাদ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাম মন্দিরের ঘি, হলুদ মাখানো পুজো করা বিশেষ চাল হল অক্ষত চাল। এই বিশেষ চাল দেশের নানান প্রান্তে পাঠানো হচ্ছে। পূর্ব জেলা বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা এই বিশেষ চাল ও রাম মন্দিরের ছবি জেলার বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে মন্দির উদ্বোধনে হাজির থাকার আমন্ত্রণ জানাচ্ছেন। এদিকে রাম মন্দির উদ্বোধনে হাজির থাকার আমন্ত্রণ পেয়ে খুশি গোবর্ধনধারী মন্দিরে সেবায়েতরা।
সৈকত শী





