২০২৫ সালের ১৪ই ডিসেম্বর, সুনির্দিষ্ট নজরদারি এবং সক্রিয় পুলিশি কার্যক্রমের ভিত্তিতে, শিয়ালদহ ডিভিশনের আরপিএফ কর্মকর্তারা শিয়ালদহ রেলওয়ে স্টেশনের চত্বর থেকে যাত্রী সামগ্রী চুরির সঙ্গে জড়িত দুই অপরাধীকে গ্রেফতার করেন। এই অভিযানে তাদের কাছ থেকে চারটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার সম্মিলিত মূল্য ১,৩০,০০০/- টাকা।
গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি এবং উদ্ধারকৃত চোরাই ফোনগুলো পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট সরকারি রেলওয়ে পুলিশ স্টেশনে (জিআরপিএস) হস্তান্তর করা হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) প্রাসঙ্গিক বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
আরপিএফ-এর “মিশন যাত্রী সুরক্ষা” বলতে ভারতীয় রেলওয়ে সুরক্ষা বাহিনীর মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে বোঝানো হয়, যার প্রধান কাজ হল রেল যাত্রী, যাত্রী এলাকা ও রেল সম্পত্তি রক্ষা করা, অপরাধীদের বিরুদ্ধে লড়াই করা, নারী ও শিশুদের পাচার রোধ করা এবং যাত্রীদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বাড়ানো। RPF এই মিশন পূরণের জন্য “জীবন রক্ষা”, “মেরি সহেলি” এবং ‘মিশন সেবার’ মতো বিভিন্ন বিশেষ অভিযান ও উদ্যোগ পরিচালনা করে, যার মাধ্যমে তারা মানবিক সহায়তা, উদ্ধার ও সুরক্ষা প্রদান করে থাকে।
আরও পড়ুন: মহাদুর্লভ যোগ! ‘২৬ সালের শুরুতেই একাধিক রাজযোগ, ৩ রাশির জ্যাকপট, নতুন বছরেই সাফল্যে হাতের মুঠোয়
যাত্রী ও সম্পত্তির সুরক্ষা: রেলযাত্রী, তাদের জিনিসপত্র এবং রেলের সম্পত্তি সুরক্ষিত রাখা।
অপরাধ দমন: ট্রেনে ও স্টেশন থেকে অসামাজিক উপাদান, চোরাকারবারী ও অপরাধীদের অপসারণ করা।
নারী ও শিশু সুরক্ষা: নারী ও শিশুদের পাচার প্রতিরোধ করা এবং বেওয়ারিশ শিশুদের উদ্ধার ও পুনর্বাসন করা।
মানবিক সহায়তা: “মিশন সেবা”-এর মাধ্যমে অসুস্থ, দুর্বল যাত্রী এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সাহায্য প্রদান করা।
আত্মবিশ্বাস বৃদ্ধি: যাত্রীদের মধ্যে নিরাপত্তা ও ভরসা তৈরি করা।
