রেল সূত্রে আরও জানা যায়, আদ্রা ডিভিশনের নতুন ডিআরএম হিসেবে রবি কুমার গুপ্ত ডিভিশনের সামগ্রিক কার্যক্রম এবং উন্নয়নমূলক কাজের দায়িত্বে থাকবেন। তিনি রেলওয়ের যাত্রী পরিষেবা এবং মালবাহী পরিষেবা উন্নত করার জন্য কাজ করবেন।
advertisement
আদ্রা ডিভিশন দক্ষিণ পূর্ব রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ডিভিশনে নতুন রেলপথ স্থাপন সহ একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। যার মধ্যে পুরুলিয়া-কোটশিলা লাইনে ডাবলিং প্রকল্পের কাজ উল্লেখযোগ্য। এছাড়াও আদ্রা ডিভিশনে নতুন রেলপথ তৈরি এবং পরিকাঠামোগত উন্নয়নের কাজও চলছে।
নতুন ডিএম দ্রুত উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যেতে আশাবাদী
নতুন ডিআরএম রবি কুমার গুপ্তের নেতৃত্বে এই কাজগুলি আরও দ্রুত গতিতে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ডিআরএম রবি কুমার গুপ্ত বলেন, “আদ্রা ডিভিশনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করব। যে সমস্ত কাজগুলো আদ্রা ডিভিশনে চলছে সেগুলো দ্রুত গতিতে সম্পন্ন করব।”
নতুন ডিআরএম রবি কুমার গুপ্তর আগে আদ্রা ডিভিশনে ডিআরএম ছিলেন সুমিত নারুলা। তবে বর্তমান সুমিত নারুলা কোথায় বদলি হচ্ছেন, নির্দেশিকায় তার উল্লেখ নেই।
Shantanu Das






