TRENDING:

Indian Railways: লোকাল ট্রেনেও এলইডি টিভি, সোমবার ব্যান্ডেল শাখার ট্রেনে যাত্রীরা মজে টেলিভিশনে

Last Updated:

খেলা, শর্ট ফ্লিম, নানা সিনেমার প্রমো, গুরুত্বপূর্ণ অংশ সিনেমার, নাচ, গান, ভ্রমণ সংক্রান্ত নানা অনুষ্ঠান দেখানো হবে। বাকি অংশে দেখানো হবে রেলের নানা সতর্কীকরণ বার্তা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্যান্ডেল: সোমবার থেকে রাজ্যে শুরু হল লোকাল ট্রেনে টিভি পরিষেবা । পূর্ব রেলের ব্যান্ডেল শাখার ট্রেনে দেখা গেল সেই ছবি | প্রতি কামরায় লাগানো LED TV । আজ হাওড়া স্টেশনের 8 নম্বর প্লাটফৰ্ম থেকে হাওড়ার ডিআরএম মণীশ জইনের উপস্থিতিতে, প্রথম টিভি লাগানো রেক যাত্রা শুরু করলো । ৫ বছরের জন্য পঞ্চাশটি রেক এই টিভি পরিষেবার আওতায় চলাচল করবে । ধীরে ধীরে প্রায় প্রতিটি ইএমইউ লোকাল ট্রেনে চালু হবে এই পরিষেবা। এই পরিষেবার দেখভাল করবে একটি বেসরকারি সংস্থা | এই পাঁচবছর প্রতিটি রেক হিসাবে সেই সংস্থা ৫০ লক্ষ টাকা রেভিনিউ দেবে রেলকে । একদিকে যাত্রীদের মনোরঞ্জন, অন্যদিকে রেল এই পরিষেবার মাধ্যমে মুনাফাও করবে ।
advertisement

প্রতিটি কোচের একেবারে শেষ দুটি প্রান্তে দুটো করে মোট চারটি এলইডি টিভি বসছে। প্রতিটি টিভির মাপ হচ্ছে ২৭ ইঞ্চির মাপে। টিভির স্ক্রিনের মোট মাপের একটি অংশে যাত্রীরা দেখতে পাবেন নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান৷ খেলা, শর্ট ফ্লিম, নানা সিনেমার প্রমো, গুরুত্বপূর্ণ অংশ সিনেমার, নাচ, গান, ভ্রমণ সংক্রান্ত নানা অনুষ্ঠান দেখানো হবে। বাকি অংশে দেখানো হবে রেলের নানা সতর্কীকরণ বার্তা। দেখানো হবে রেলের নানা পরিষেবামূলক অনুষ্ঠান৷

advertisement

আরও পড়ুন: আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে তৃতীয় শ্রীরামপুরের মেহলি

 আরও পড়ুন: 'ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে, পিছনে বিজেপি', পার্থর পাশে দাঁড়ালেন চিরঞ্জিৎ

খেলা, শর্ট ফ্লিম, নানা সিনেমার প্রমো, গুরুত্বপূর্ণ অংশ সিনেমার, নাচ, গান, ভ্রমণ সংক্রান্ত নানা অনুষ্ঠান দেখানো হবে। বাকি অংশে দেখানো হবে রেলের নানা সতর্কীকরণ বার্তা। দেখানো হবে রেলের নানা পরিষেবামূলক অনুষ্ঠান৷ তবে মূল অংশ জুড়ে আসলে রেল নানা বাণিজ্যিক ভিজুয়াল দেখিয়ে আয় করতে চায়৷ রেল সূত্রে জানানো হয়েছে, যা যা ঘোষণা করা হয়, সেগুলিই টিভিতে দেখানো হবে। যেমন, টিকিট কেটে যাতায়াত করুন, রেল লাইন পারাপার করবেন না, কামরায় ধূমপান না করা, কামরায় মদ্যপান না করা, বেআইনি সামগ্রী রেলের কামরায় না বহন করা যাবতীয় প্রচার চলবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Debasish Chakraborty

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: লোকাল ট্রেনেও এলইডি টিভি, সোমবার ব্যান্ডেল শাখার ট্রেনে যাত্রীরা মজে টেলিভিশনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল