TRENDING:

Indian Railways: মাটি ফেলার কাজ শুরু হয়েও ফের বন্ধ! নন্দীগ্রাম রেল প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, জোড়াল হচ্ছে চাকরির দাবি

Last Updated:

আবারও প্রায় দেড় দশক পর নন্দীগ্রামবাসীর রেললাইন নিয়ে সেই অধরা স্বপ্ন নতুন করে দেখতে শুরু করেছিল। শুরু হয়েছিল নন্দীগ্রাম রেললাইন প্রকল্পে মাটি ফেলার কাজ। কিন্তু সেই কাজ বন্ধ! ফলে আবারও স্বপ্নভঙ্গ নন্দীগ্রামবাসীর। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম, সৈকত শী: থমকে রেল প্রকল্প, হয়নি চাকরি, হতাশা গ্রাস করছে নন্দীগ্রামবাসীর মনে। রেললাইন নিয়ে নন্দীগ্রামের মানুষ স্বপ্ন দেখা শুরু করেছিল ২০০৯ সালে। তৎকালীন ভারতীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম পর্যন্ত নতুন রেললাইন প্রকল্প ঘোষণা করেছিলেন। সেই মতো সে সময় জমি অধিগ্রহণের পাশাপাশি গড়ে ওঠে নন্দীগ্রাম রেল স্টেশন। কিন্তু তারপর হঠাৎই এই প্রকল্পের কাজ থমকে যায়। নন্দীগ্রামবাসীর স্বপ্ন অধরা এদিন পর্যন্ত অধরা থাকে। আবারও প্রায় দেড় দশক পর নন্দীগ্রামবাসীর রেললাইন নিয়ে সেই অধরা স্বপ্ন নতুন করে দেখতে শুরু করেছিল। শুরু হয়েছিল নন্দীগ্রাম রেললাইন প্রকল্পে মাটি ফেলার কাজ। কিন্তু সেই কাজ বন্ধ! ফলে আবারও স্বপ্নভঙ্গ নন্দীগ্রামবাসীর।
advertisement

২০০৯ সাল থেকে আটকে থাকা স্বপ্নকে নতুনভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছিল ভারতীয় রেল। ২০২৩ সালের পর ২৪ সালেও রেল আধিকারিকেরা পরিদর্শন করেছিল নন্দীগ্রাম রেললাইন। তারপর ঠিকাদার সংস্থা নিয়োগ হয়। কাজ শুরু হয় নন্দীগ্রাম রেল লাইনের মাটি ফেলার। তারপর কেটে গেছে প্রায় এক বছরেরও বেশি দক্ষিণ-পূর্ব রেল শাখার তমলুক-দিঘা লাইনের দেশপ্রাণ স্টেশন থেকে নন্দীগ্রাম পর্যন্ত ২৫ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ থমকে গিয়েছে বলে জানান এই রেল প্রকল্পের জমিদাতারা। তারা জানান এই ঘুরে যাওয়া শুধুমাত্র দেখনদারি। কবে চাকরি পাবেন বা আদৌ চাকরি হবে কিনা তা নিয়ে এখনও কোনও কিছু জানা যায়নি।

advertisement

আরও পড়ুন: অনলাইনে ২৮০ টাকার জুতো কিনতে গিয়ে খোয়ালেন ১.৩৩ লক্ষ টাকা! পুরুলিয়ার বৃদ্ধের সঙ্গে ঘটল চরম দুর্ভাগ্যজনক ঘটনা

View More

নন্দীগ্রামে রেল প্রকল্পে জায়গা দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত চাকরি পাননি। চাকরির দাবিতে সোচ্চার হয়েছে জমিদাতারা। বন্ধ হয়েছে রেল প্রকল্পের কাজ। নন্দীগ্রাম থেকে বাজকুল পর্যন্ত রেল লাইন বিস্তার হবে। ঘোষণা অনুযায়ী ভারতীয় রেল দফতর নন্দীগ্রামের জায়গাও অধিগ্রহণ করে। রেল দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল ভূমি দাতাদের পরিবার পিছু একজন করে চাকরি দেওয়া হবে। ভূমিদাতাদের অভিযোগ ১৬ বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত যাদের জায়গা অধিগ্রহণ করা হয়েছে তারা এখনও পর্যন্ত চাকরি পাননি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সাত মাসেই আড়াই লাখ টাকার বিক্রি, কলা চাষ করে কোটিপতি হচ্ছেন এক সময়ের প্রবাসী
আরও দেখুন

রেল প্রকল্পের জন্য জমি দেওয়া ব্যক্তিরা জানিয়েছেন, “আদালতের নির্দেশ রয়েছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য তবুও এখনও পর্যন্ত তারা চাকরি পাননি। রেল যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানছে, ততক্ষণ তাদের আন্দোলন চলবে।” নন্দীগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই রেল প্রকল্প। তা সত্ত্বেও নন্দীগ্রামে রেল প্রকল্প নিয়ে আশার আলো দেখছে না স্থানীয় বাসিন্দারা। এমনকি রেলের জন্য ওই দাতাদের মনে ক্রমশ হতাশা গ্রাস করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: মাটি ফেলার কাজ শুরু হয়েও ফের বন্ধ! নন্দীগ্রাম রেল প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, জোড়াল হচ্ছে চাকরির দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল