অনলাইনে ২৮০ টাকার জুতো কিনতে গিয়ে খোয়ালেন ১.৩৩ লক্ষ টাকা! পুরুলিয়ার বৃদ্ধের সঙ্গে ঘটল চরম দুর্ভাগ্যজনক ঘটনা

Last Updated:

অনলাইনে জুতো কিনতে গিয়ে সাইবার প্রতারণার শিকার হলেন পুরুলিয়ার এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। ওই প্রবীণ নাগরিকের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১ লক্ষ ৩৩ হাজার টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা।

সাইবার প্রতারণা
সাইবার প্রতারণা
পুরুলিয়া, শান্তনু দাস: অনলাইনে ২৮০ টাকা দামের জুতো কিনতে গিয়ে সাইবার প্রতারণার শিকার হলেন পুরুলিয়া জেলার কাশীপুরের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। সাইবার প্রতারকরা সত্তরোর্ধ্ব ওই প্রবীণ নাগরিকের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১ লক্ষ ৩৩ হাজার টাকা হাতিয়ে নিল। হঠাৎ করে এত বড় অঙ্কের সঞ্চয় হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন চিত্তরঞ্জন মণ্ডল নামের ওই অবসরপ্রাপ্ত কর্মচারী। ইতিমধ্যেই তিনি কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।
চিত্তরঞ্জন বাবু জানান, “অনলাইনে একজোড়া জুতো কিনতে গিয়ে এমন সর্বনাশ হবে তা স্বপ্নেও ভাবিনি।” তিনি আরও বলেন, কিছুদিন আগে তিনি একটি অনলাইন প্রতিষ্ঠানের মাধ্যমে জুতো কেনেন এবং তার মূল্য অনলাইনেই পরিশোধ করেন। কিন্তু জুতোর মাপ সঠিক না হওয়ায় তা ফেরত পাঠান। এরপর টাকার রিফান্ড পাওয়ার জন্য তিনি একটি নম্বরে যোগাযোগ করেন। সেই সুযোগেই প্রতারকরা তাকে ফোন করে বিভিন্ন ব্যক্তিগত ও ব্যাঙ্ক-সংক্রান্ত তথ্য চেয়ে নেয়। সরল বিশ্বাসে তিনি প্রতারকদের কথামত সব তথ্য দিয়ে দেন।
advertisement
advertisement
পরবর্তী সময়ে তিনি দেখেন প্রতারকেরা তাঁর দুটি অ্যাকাউন্ট থেকে যথাক্রমে ৯৫ হাজার ও ৩৮ হাজার টাকা তুলে নিয়েছে। প্রথমে মোবাইলে কোনও মেসেজ না আসায় বিষয়টি টের পাননি চিত্তরঞ্জন বাবু। পরে বিষয়টি বুঝতে পেরে থানার দ্বারস্থ হন তিনি। কিন্তু ততক্ষণে বিপুল অঙ্কের টাকা হাতছাড়া হয়ে যায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ জানিয়েছে, “যে দুটি নম্বর থেকে ফোন করে বৃদ্ধের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছিল তার তথ্য জোগাড় করা হচ্ছে। সাইবার বিশেষজ্ঞ দিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে। পুলিশ আশা করছে, খুব দ্রুত এই প্রতারণা চক্রের হদিস মিলবে।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অনলাইনে ২৮০ টাকার জুতো কিনতে গিয়ে খোয়ালেন ১.৩৩ লক্ষ টাকা! পুরুলিয়ার বৃদ্ধের সঙ্গে ঘটল চরম দুর্ভাগ্যজনক ঘটনা
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement