রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা (হল্ট) পর্যন্ত তিন জোড়া নতুন ইএমইউ লোকাল ট্রেন চালু করা হচ্ছে। সকাল, দুপুর এবং রাতে—দিনের তিন বেলায় ট্রেন চলাচল করবে। সকালে প্রথম লোকাল ছাড়বে সকাল ৬:৪৫-এ কৃষ্ণনগর সিটি জংশন থেকে এবং ৭:০০-এ পৌঁছবে আমঘাটায়। সেখানে অল্প বিরতি নিয়ে ৭:০৮-এ ফের রওনা দিয়ে ৭:২৩-এ ফিরে আসবে কৃষ্ণনগরে।
advertisement
দুপুরের পরিষেবায় দুপুর ১:৩০-এ কৃষ্ণনগর থেকে ছাড়বে দ্বিতীয় ট্রেন, যা ১:৪৫-এ আমঘাটায় পৌঁছবে। ১:৫৩-এ আমঘাটা থেকে ছেড়ে ২:০৮-এ আবার কৃষ্ণনগরে ফিরবে লোকালটি। রাতের শেষ ট্রেন ছাড়বে রাত ৯:৩০-এ কৃষ্ণনগর সিটি জংশন থেকে। নির্ধারিত সময় অনুযায়ী আমঘাটা থেকে ফিরে এটি ৯:৫৫-এর মধ্যে কৃষ্ণনগরে পৌঁছবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের মতে, নতুন রেল পরিষেবা চালু হলে দুই এলাকার মধ্যে যোগাযোগ আরও সুগম হবে। বহুদিনের দাবি পূরণ হওয়ায় তাঁদের মধ্যে স্বস্তির হাওয়া। রেল বিভাগও আশাবাদী—এই নতুন রুট চালুর ফলে স্থানীয় যাত্রীদের সার্বিক পরিবহণব্যবস্থা আরও উন্নত হবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, দফতরের শিয়ালদহ ডিভিশনের এডিআরএম-সহ রেলের আধিকারিকরা। বর্তমানে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ট্রেন চালু হলেও আগামীতে এই ট্রেন নবদ্বীপ ঘাট পর্যন্তই চলতে পারে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন এদিনের প্রধান অতিথি তথা সাংসদ জগন্নাথ সরকার।





