সন্ধের পর থেকেই কাঁটাতারের এলাকায় একপ্রকার কারফিউ জারি থাকে। তবে বর্তমান ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে গোটা সীমান্ত এলাকা জুড়ে তাই চরম সতর্কতার ছবি উঠে আসছে। বিএসএফের তরফে জানানো হয়েছে, সীমান্ত এলাকার ফেন্সিংহীন অঞ্চলগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
আরও পড়ুন: DRDO-র তৈরি আকাশ মিসাইলে জব্দ পাকিস্তান! এক ইউনিট উড়িয়ে দিতে পারে ৪ টার্গেট
advertisement
কালিয়ানী-সহ একাধিক জায়গায় এখনও ফেন্সিং না থাকায় সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। বনগাঁর পেট্রাপোল, বাগদা এবং গাইঘাটার মতো গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলিতে নজরদারি আরও কড়া করা হয়েছে। পেট্রাপোলে বন্দর এলাকায় এদিনও দেখা গেল বারবার পরিদর্শনে আসছেন সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকেরা।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান সংঘাত, মায়ের চোখে জল-বাবার বুকে গর্ব রেখে সেনাবাহিনীতে যাত্রা জলপাইগুড়ির মনোরঞ্জনের
তবে এই পরিস্থিতিতে সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন তাঁরা কোনও ভাবেই আতঙ্কিত নন। নিরাপত্তা বাড়ানোর কারণে কিছুটা হলেও স্বস্তিতে এই প্রত্যন্ত সীমান্ত এলাকার ভারতীয় নাগরিকেরা।
Rudra Narayan Roy