India Pakistan Attack Agniveer: ভারত-পাকিস্তান সংঘাত, মায়ের চোখে জল-বাবার বুকে গর্ব রেখে সেনাবাহিনীতে যাত্রা জলপাইগুড়ির মনোরঞ্জনের
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:SUROJIT DEY
Last Updated:
India Pakistan Attack Agniveer: বেজে উঠেছে ভারত-পাকিস্তান যুদ্ধের দামামা, ঘর ছাড়ল জলপাইগুড়ির মনোরঞ্জন। গর্বে বুক ভরছে তিস্তাপাড়ের।
জলপাইগুড়ি: বেজে উঠেছে যুদ্ধের দামামা, ঘর ছাড়ল মনোরঞ্জন, গর্বে বুক ভরছে তিস্তাপাড়ের। দেশজুড়ে যখন যুদ্ধের আবহ, ঠিক তখনই জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার পানবাড়ি গ্রামের তরুণ মনোরঞ্জন রায় দেশের ডাকে সাড়া দিয়ে পাড়ি দিলেন কর্ণাটকের ম্যাঙ্গালোরে ভারতীয় সেনার অগ্নিবীর পদে যোগ দিতে।
মায়ের চোখের জল মুছে, পিতার বুকে পাথর চাপিয়ে মনোরঞ্জন যখন রওনা হল, তখন গোটা গ্রাম যেন গর্ব আর আবেগে একসঙ্গে কেঁদে ফেলল। যুদ্ধের ছায়া যখন দেশজুড়ে, তখন ছেলেকে সেনাবাহিনীতে পাঠিয়ে গর্বে চোখ টলটল করছে কৃষক বাবা ও গৃহবধূ মায়ের।মনোরঞ্জনের বাবা বলেন, “এটাই আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। দেশরক্ষার কাজে আমার ছেলে যোগ দিচ্ছে, বুকটা ভরে উঠছে।”
advertisement
আরও পড়ুন: চণ্ডীগড়ে বাজল এয়ার সাইরেন, যে কোনও মুহূর্তে পাকিস্তানের হামলার আশঙ্কা! সতর্ক করল IAF
সকাল হতেই গ্রামের কাঁচা রাস্তা ধরে লাল গাড়িটা যখন বেরিয়ে গেল, তখন পিছনে শত শত হাত উঠল আশীর্বাদের ভঙ্গিতে। পিছনে পড়ে রইল কিছু চোখের জল, কিছু গর্বের হাসি। গ্রামের এক প্রবীণ বাসিন্দা বলেন, “মনোরঞ্জন আমাদের গর্ব। আজ ওর মতো ছেলে থাকায় আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি।”
advertisement
advertisement
আরও পড়ুন: রাজ্যের সমস্ত সরকারি অফিসের ছুটি বাতিল নবান্নের, আপাতত কেউ হেডকোয়ার্টার ছাড়তে পারবেন না! বড় খবর জানুন
যুদ্ধের আশঙ্কার এই সময়ে মনোরঞ্জনের মতো তরুণরা দেশরক্ষার কাজে নিজেদের উৎসর্গ করছেন– এটাই ভারতীয় আত্মার আসল পরিচয়। মনোরঞ্জনের যাত্রা শুধু একজন তরুণের সেনাবাহিনীতে যোগ দেওয়া নয়, বরং একটি গোটা গ্রামের গর্ব, ভালবাসা আর দেশভক্তির প্রতীক হয়ে উঠেছে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 11:18 AM IST
