India Pakistan Tension Air Raid Latest News: চণ্ডীগড়-অম্বালায় বাজল এয়ার সাইরেন, যে কোনও মুহূর্তে পাকিস্তানের হামলার আশঙ্কা! সতর্ক করল IAF

Last Updated:

India Pakistan Tension: শুক্রবার সকালে চণ্ডীগড়ে বেজে উঠল এয়ার সাইরেন। যার অর্থ যে কোনও মুহূর্তে হতে পারে আক্রমণ। ভারতীয় বায়ুসেনা ঘাঁটি বা আইএএফ (IAF) থেকে সঙ্গে সঙ্গে সতর্ক করা হল বাসিন্দাদের।

চণ্ডীগড়ে পাক গোলাবর্ষণ Image/CNN-News18
চণ্ডীগড়ে পাক গোলাবর্ষণ Image/CNN-News18
চণ্ডীগড়: শুক্রবার সকালে চণ্ডীগড়ের পর অম্বালাতেও বেজে উঠল এয়ার সাইরেন। যার অর্থ যে কোনও মুহূর্তে হতে পারে আক্রমণ। ভারতীয় বায়ুসেনা ঘাঁটি বা আইএএফ (IAF) থেকে সঙ্গে সঙ্গে সতর্ক করা হল বাসিন্দাদের। সমস্ত মানুষকে ঘরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের তরফেও সব বাসিন্দাদের বারান্দায় থাকতেও নিষেধ করা হয়েছে। চণ্ডীগড় প্রশাসনের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে সতর্কতামূলক বিজ্ঞপ্তি। লেখা রয়েছে, ‘বায়ুসেনার তরফে হামলার আশঙ্কা থেকে সতর্ক করা হয়েছে। সাইরেন বাজানো হয়েছে। সকলকে ঘরের ভিতরে থাকতে নির্দেশ। বারান্দা থেকেও ভিতরে ঢুকে যান।’
advertisement
advertisement
আরও পড়ুন: রাজ্যের সমস্ত সরকারি অফিসের ছুটি বাতিল নবান্নের, আপাতত কেউ হেডকোয়ার্টার ছাড়তে পারবেন না! বড় খবর জানুন
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে একাধিক জায়গায় গোলাগুলি চালিয়েছে পাক সেনা। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, পশ্চিম দিকের সীমান্ত বরাবর একাধিক জায়গায় রাতভর ড্রোন হামলা চালানোর চেষ্টা করে গিয়েছে পাকিস্তান। হামলার প্রতিটি চেষ্টা ব্যর্থ করার পাশাপাশি পাল্টা জবাবও দিয়েছে ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ৫০টি পাক ড্রোনকে গুলি করে নামানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: তীব্র গরমে চামড়ায় জ্বলুনি, বৃষ্টি হবে কবে? কাঁপিয়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার বড় খবর
বৃহস্পতিবার রাতে জম্মুর পাশাপাশি রাজস্থান, পঞ্জাবের একাংশেও ড্রোন হামলা চালায় পাকিস্তান। ছুটে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র, মর্টার। পাকিস্তানের হামলা শুরু হতেই ওই তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় বন্ধ করে দেওয়া হয় আলো। পঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে বাজানো হয় সাইরেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India Pakistan Tension Air Raid Latest News: চণ্ডীগড়-অম্বালায় বাজল এয়ার সাইরেন, যে কোনও মুহূর্তে পাকিস্তানের হামলার আশঙ্কা! সতর্ক করল IAF
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement