India Pakistan Tension Air Raid Latest News: চণ্ডীগড়-অম্বালায় বাজল এয়ার সাইরেন, যে কোনও মুহূর্তে পাকিস্তানের হামলার আশঙ্কা! সতর্ক করল IAF
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
India Pakistan Tension: শুক্রবার সকালে চণ্ডীগড়ে বেজে উঠল এয়ার সাইরেন। যার অর্থ যে কোনও মুহূর্তে হতে পারে আক্রমণ। ভারতীয় বায়ুসেনা ঘাঁটি বা আইএএফ (IAF) থেকে সঙ্গে সঙ্গে সতর্ক করা হল বাসিন্দাদের।
চণ্ডীগড়: শুক্রবার সকালে চণ্ডীগড়ের পর অম্বালাতেও বেজে উঠল এয়ার সাইরেন। যার অর্থ যে কোনও মুহূর্তে হতে পারে আক্রমণ। ভারতীয় বায়ুসেনা ঘাঁটি বা আইএএফ (IAF) থেকে সঙ্গে সঙ্গে সতর্ক করা হল বাসিন্দাদের। সমস্ত মানুষকে ঘরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের তরফেও সব বাসিন্দাদের বারান্দায় থাকতেও নিষেধ করা হয়েছে। চণ্ডীগড় প্রশাসনের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে সতর্কতামূলক বিজ্ঞপ্তি। লেখা রয়েছে, ‘বায়ুসেনার তরফে হামলার আশঙ্কা থেকে সতর্ক করা হয়েছে। সাইরেন বাজানো হয়েছে। সকলকে ঘরের ভিতরে থাকতে নির্দেশ। বারান্দা থেকেও ভিতরে ঢুকে যান।’
*ALERT*
An Air warning has been received from Air force station of possible attack.
Sirens are being sounded.
All are advised to remain indoors and away from balconies.
DC Chandigarh
— Chandigarh Admn (@chandigarh_admn) May 9, 2025
advertisement
advertisement
আরও পড়ুন: রাজ্যের সমস্ত সরকারি অফিসের ছুটি বাতিল নবান্নের, আপাতত কেউ হেডকোয়ার্টার ছাড়তে পারবেন না! বড় খবর জানুন
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে একাধিক জায়গায় গোলাগুলি চালিয়েছে পাক সেনা। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, পশ্চিম দিকের সীমান্ত বরাবর একাধিক জায়গায় রাতভর ড্রোন হামলা চালানোর চেষ্টা করে গিয়েছে পাকিস্তান। হামলার প্রতিটি চেষ্টা ব্যর্থ করার পাশাপাশি পাল্টা জবাবও দিয়েছে ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ৫০টি পাক ড্রোনকে গুলি করে নামানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: তীব্র গরমে চামড়ায় জ্বলুনি, বৃষ্টি হবে কবে? কাঁপিয়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার বড় খবর
বৃহস্পতিবার রাতে জম্মুর পাশাপাশি রাজস্থান, পঞ্জাবের একাংশেও ড্রোন হামলা চালায় পাকিস্তান। ছুটে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র, মর্টার। পাকিস্তানের হামলা শুরু হতেই ওই তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় বন্ধ করে দেওয়া হয় আলো। পঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে বাজানো হয় সাইরেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 10:18 AM IST