TRENDING:

India Bangladesh Border: দাম ১ কোটি ২৪ লক্ষ টাকা! শরীরে এ কী জিনিস ঢুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছিল! দেখেই চোখ কপালে উঠল সকলের

Last Updated:

India Bangladesh Border: সন্দেহভাজন অবস্থায় আব্দুল আজিজ গাজী নামে এক পাচারকারীকে বিএসএফ প্রথমে আটক করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্বরূপনগর: সীমান্তে মলদ্বারে সোনা লুকিয়ে পাচারের চেষ্টা। বিএসএফের হাতে পাকড়াও পাচারকারী। ভারত বাংলাদেশ সীমান্তে অভিনব উপায়ে সোনা পাচারের চেষ্টা রুখল বিএসএফ জাওয়ানরা। স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহারকান্দা সীমান্তবর্তী এলাকা থেকে এক সোনা পাচারকারীকে আটক করল ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জাওয়ানরা। ভারতীয় সীমান্তবর্তী স্বরূপনগরের বিথারী সীমান্ত দিয়ে এক পাচারকারী গোপন অঙ্গের ভিতরে সোনা ঢুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করার চেষ্টা করছিল।
বিএসএফ জওয়ানদের হাতে পাচারকারী 
বিএসএফ জওয়ানদের হাতে পাচারকারী 
advertisement

সন্দেহভাজন অবস্থায় আব্দুল আজিজ গাজী নামে এক পাচারকারীকে বিএসএফ প্রথমে আটক করে। স্ক্যান ডিরেক্টর দিয়ে তার শরীর স্ক্যান করতেই শরীরের ভিতরে কোনও ধাতু আছে বলে জানতে পারে বিএসএফ জওয়ানরা। তারপর তাকে বিএসএফ ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তিনি স্বীকার করেন, বাংলাদেশ থেকে সোনা ভারতে পাচার করার চেষ্টা করছিল। ওই পাচারকারী প্রথমে সোনার কিছু টুকরো নিয়ে কনডমের ভেতরে ঢোকায়। তারপর সোনা ভর্তি কনডম মলদ্বারের মধ্যে ঢুকিয়ে ভারতে আসার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে নিয়ে গ্রামীণ হাসপাতালে এক্সরে করানোর পর তার মলদ্বারের গহ্বরে লুকানো সোনার বিস্কুটের উপস্থিতি নিশ্চিত করা হয়।

advertisement

আরও পড়ুন: পৃথিবী সেরা হার্টের ডাক্তার, কলকাতাতেও এবার করছেন হাসপাতাল! ডঃ দেবী শেঠির অ্যাপয়েন্টমেন্ট পাবেন কীভাবে? খুব সহজ কিন্তু! জানুন

এরপর, বিএসএফের উপস্থিতিতে ডাক্তাররা চোরা কারবারীর মলদ্বার থেকে সোনার বিস্কুটগুলি বের করলে মোট ১২টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। সোনা গুলো উদ্ধার করে বিএসএফ। বিএসএফ সূত্রে জানা যায় ১ কিলো ৪০৬ গ্রাম সোনা উদ্ধার হয় তার কাছ থেকে। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ২৪ লক্ষ ৬৩ হাজার ২৪ টাকা। আটক করা ওই পাচারকারীর বাড়ি স্বরূপনগরের দহরকান্দা এলাকায়। তাকে তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে সীমান্ত রক্ষী বাহিনী জওয়ানরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

—– জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Bangladesh Border: দাম ১ কোটি ২৪ লক্ষ টাকা! শরীরে এ কী জিনিস ঢুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছিল! দেখেই চোখ কপালে উঠল সকলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল